
জাহাঙ্গির কবির, ঢকা: অসহায়দের পাশে আমরা, দু:স্থ্যদের পাশে আমরা এই শ্লোগানকে সামনে রেখে গত ২০০৪ সাল থেকে বিভিন্ন রকমের সেবামূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে “স্বদেশমৃত্তিকা
মানব উন্নয়ন সংস্থা”। এরই ধারাবাহিকতায় সোমবার ০৪/০৭/২০১৬ তারিখ সকাল ১১টায় ঢাকার শ্যামলী,পংগু হাসপাতালের বিপরীতে “স্বদেশমৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা” আয়োজনে “Inner
Wheel Club of Greater Dhaka” সহযোগিতায় দুস্থ ও সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে সেমাই ও দুধ বিতরণ করা হয়।


উল্লেখ্য ১৯.০৬.২০১৬ তারিখে রাজউক উত্তরা মডেল কলেজের
ছাত্র/ছাত্রীদের এর উদ্দ্যোগে ঢাকার শ্যামলী,পংগু
হাসপাতালের বিপরীতে ঈদ-উল-ফিতর উপলক্ষে ঈদ গিফট বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
যেখানে দু:স্থ, অসহায় ও হতদরিদ্রদের ঈদ আনন্দ উদযাপনে অসহায় ঝরে পড়া শিশুদের মাঝে
স্বদেশ মৃত্তিকা বিদ্যানিকেতন এর ছাত্র/ছাত্রীদের খাতা, কলম, ঈদের নতুন ড্রেস ও একটি ফ্যান উপহার
দেন। এবং ছাত্র/ছত্রীদের নিয়ে এক সাথে ইফতারের আয়োজন করেন।
0 coment rios: