স্বদেশসময় টোয়েন্টিফোর ডটকম::
বুধবার বিকেলে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটে (পিআইবি) সম্প্রচার মাধ্যমের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে তিনি এ কথা বলেন।
ইনু জানান, আইনশৃঙ্খলা সম্পর্কিত মন্ত্রিসভা কমিটি দেশে পিস টিভি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। সোমবার তথ্য মন্ত্রণালয় এ বিষয়ে প্রশাসনিক পদক্ষেপ নেবে।
জঙ্গি ও সন্ত্রাসী হামলা মোকাবিলায় সরকার সক্ষম মন্তব্য করে ইনু বলেন, ‘গুলশান ও শোলাকিয়ার জঙ্গি ও সন্ত্রাসী হামলা মোকাবিলা করতে সরকার সক্ষম হয়েছে। সরকারের এখন একটাই নীতি-ওদের (জঙ্গিদের) ধ্বংস করে দেওয়া। শেখ হাসিনার সরকার জঙ্গি দমনে এক পায়ে খাড়া।’
তথ্যমন্ত্রী জানান, বর্তমান ‘গণতান্ত্রিক ও নির্বাচিত সরকারকে’ ক্ষমতাচ্যুত করার ‘মহাপরিকল্পনার’ অংশ হিসেবে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁ ও শোলাকিয়ায় জঙ্গি হামলা করা হয়েছে। এগুলো পরিকল্পিত হামলা। এ হামলার পেছনে আর কারা জড়িত রয়েছে, তা বের করতে তদন্ত হচ্ছে।
জঙ্গিবাদ দমনে গণমাধ্যমের সাহায্য কামনা করে তিনি বলেন, ‘জঙ্গিবাদ উন্নয়ন, গণতন্ত্র ও গণমাধ্যমের শত্রু।’
বৈঠকে বিভিন্ন সম্প্রচার মাধ্যমের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন।
0 coment rios: