৪২ বছর পেরিয়েও পাকিস্তানের কোনো ক্রিকেটারের টেস্ট খেলার সর্বশেষ ‘কীর্তি’টা যে ছিল ছয় দশক আগে! ১৯৫৫ সালের ফেব্রুয়ারিতে ভারতের বিপক্ষে পেশোয়ার টেস্টে মিরান বক্স যখন খেলতে নামলেন, তখন তার বয়স ছিল ৪৭ বছর ৩০২ দিন। পাঁচ ম্যাচের ওই সিরিজে আগের টেস্টেই অভিষেক হয়েছিল এই অফ স্পিনারের। অর্থাৎ তিনি খেলেছেন ওই দুটি টেস্টই।
মিরান-মিসবাহ ছাড়াও ৪২ বছর পেরিয়ে টেস্ট খেলেছেন আরো এক পাকিস্তানি ক্রিকেটার- আমির এলাহি। প্রাক্তন এই লেগ স্পিনার ১৯৫২ সালে ভারতের বিপক্ষে কলকাতা টেস্টে খেলতে নামেন ৪৪ বছর ১০৫ দিন বয়সে।
সব মিলিয়ে ১৯৯৫ সালে জন এমবুরির পর ৪২ বছর পেরিয়ে টেস্ট খেলতে নামা প্রথম ক্রিকেটার মিসবাহ। প্রাক্তন ইংলিশ অফ স্পিনার এমবুরি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যানচেস্টার টেস্টে সেদিন ৪২ বছর ৩৪৪ দিন বয়সে খেলতে নেমেছিলেন।
আর সবচেয়ে বেশি বয়সে টেস্ট খেলার কীর্তিটি উইলফ্রেড রোডসের। প্রাক্তন ইংলিশ অলরাউন্ডার তার ৫৮ টেস্টের সর্বশেষটি খেলেছিলেন ৫২ বছর ১৬৫ দিন বয়সে, ১৯৩০ সালে কিংসটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
0 coment rios: