যুক্তরাজ্যের এক্সপ্রেস অনলাইনে এ তথ্য জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, দক্ষিণ অস্ট্রেলিয়ার কুইন্সটাউন থেকে সমুদ্রে ১ হাজার কিলোমিটার মধ্যে ভূপৃষ্ঠের ৬ কিলোমিটার গভীরে এ ভূমিকম্প হয়। অস্ট্রেলিয়ার ভূবিজ্ঞান বিভাগ জানিয়েছে, এ ভূমিকম্পের ফলে সুনামি হতে পারে। সরকারিভাবে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
অস্ট্রেলিয়ার স্থানীয় সময় সোমবার বিকেল ৫টা ২৮ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। ৩০ বছরের মধ্যে এটিই অস্ট্রেলিয়ায় অনুভূত সবচেয়ে বড় ভূমিকম্প। তিন সপ্তাহ আগে অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্ব উপকূলে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প হয়।
অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চল ও দক্ষিণাঞ্চলে ভূমিকম্পের প্রবণতা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
পার্থ থেকে ৪৪৭ কিলোমিটার দূরে পশ্চিম অস্ট্রেলিয়ার নরসিম্যান অঞ্চলে গত মাসে ৩০ বার ভূমিকম্প হয়েছে। তবে এগুলোর মাত্রা ছিল কম। ওই ভূমিকম্পগুলোর পর সুনামি সতর্কতা উঠিয়ে নেওয়া হয়। সোমবার আবার সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
সোমবারের ভূমিকম্পে প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি। তবে লোকজনকে সতর্ক থাকতে বলা হয়েছে। পরিস্থিতি বুঝে উপকূলীয় এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হবে।
0 coment rios: