স্বদেশসময় টোয়েন্টিফোর ডটকম::
শুক্রবার হিজবুল মুজাহিদিনের কমান্ডার বুরহান ওয়ানি বন্দুকযুদ্ধে নিহত হন। শ্রীনগর থেকে ৪৫ কিলোমিটার দূরে অনন্তনাগের ওই বন্দুকযুদ্ধে বুরহান ছাড়াও তার আরও দুই সঙ্গী নিহত হয়। এ ঘটনার পর কাশ্মীরজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। রাজ্য প্রশাসন শ্রীনগর ও দক্ষিণ কাশ্মীরের বেশকিছু জায়গায় কার্ফু জারি করতে বাধ্য হয়।
রোববার শ্রীরহরের পালওয়ামি জেলায় নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এসময় পুলিশের গুলিতে ইরফান আহমেদ মালিক নামে এক তরুণ গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। শনিবারের সংঘর্ষে আহতদের মধ্যে চারজন রাতেই মারা গেছে। এ নিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহতের সংখ্যা ১৬ তে দাঁড়ালো। এছাড়া এ ঘটনায় আহতের সংখ্যা দুই শতাধিক পেরিয়েছে। এদের মধ্যে ৯৬ জন অবশ্য নিরাপত্তা বাহিনীর সদস্য। রোববার নতুন করে যেসব জেলায় সংহিসতা ছড়িয়েছে সেগুলো হচ্ছে পালওয়ামা, অনন্তনাগ ও কুলগাম।
0 coment rios: