স্বদেশসময় টোয়েন্টিফোর ডটকম:
তবে ষষ্ঠ ও সপ্তমস্থানে পরিবর্তন এসেছে। দুইধাপ উন্নতি করে ষষ্ঠ স্থানে উঠে এসেছে ইউরো ২০১৬ এর চ্যাম্পিয়ন পর্তুগাল। আর ১৫ ধাপ উন্নতি করে সপ্তম স্থানে অবস্থান নিয়েছে রানার আপ ফ্রান্স।
দুইধাপ অবণতি হওয়ায় স্পেন অষ্টম আর ব্রাজিল নবম। দুই ধাপ উন্নতি করে ইতালি উঠে এসেছে দশম স্থানে। তবে সবচেয়ে বড় লাফ দিয়েছে ইউরোতে দারুণ খেলা ওয়েলস।
তাদের ১৫ ধাপ উন্নতি হওয়ায় তারা উঠে এসেছে একাদশতম স্থানে। ইংল্যান্ড দুই ধাপ অবণতিতে নেমে গেছে ১৩তম স্থানে।
এদিকে বাংলাদেশেরও দুই ধাপ অবণতি হয়েছে। ১৮১ স্থানে থাকা বাংলাদেশ বর্তমানে অবস্থান করছে ১৮৩তম স্থানে।
0 coment rios: