বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০১৬

শীর্ষেই থাকল আর্জেন্টিনা,

স্বদেশসময় টোয়েন্টিফোর ডটকম:

শীর্ষেই থাকল আর্জেন্টিনা, পিছিয়েছে বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক : প্রতি মাসের ন্যায় জুলাই মাসেও সর্বশেষ র‌্যাঙ্কিং প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। নতুন প্রকাশিত র‌্যাঙ্কিং অনুযায়ী শীর্ষেই অবস্থান করছে আর্জেন্টিনা। যথারীতি দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে বেলজিয়াম, কলম্বিয়া, জার্মানি ও চিলি।

তবে ষষ্ঠ ও সপ্তমস্থানে পরিবর্তন এসেছে। দুইধাপ উন্নতি করে ষষ্ঠ স্থানে উঠে এসেছে ইউরো ২০১৬ এর চ্যাম্পিয়ন পর্তুগাল। আর ১৫ ধাপ উন্নতি করে সপ্তম স্থানে অবস্থান নিয়েছে রানার আপ ফ্রান্স।

দুইধাপ অবণতি হওয়ায় স্পেন অষ্টম আর ব্রাজিল নবম। দুই ধাপ উন্নতি করে ইতালি উঠে এসেছে দশম স্থানে। তবে সবচেয়ে বড় লাফ দিয়েছে ইউরোতে দারুণ খেলা ওয়েলস।

তাদের ১৫ ধাপ উন্নতি হওয়ায় তারা উঠে এসেছে একাদশতম স্থানে। ইংল্যান্ড দুই ধাপ অবণতিতে নেমে গেছে ১৩তম স্থানে।

এদিকে বাংলাদেশেরও দুই ধাপ অবণতি হয়েছে। ১৮১ স্থানে থাকা বাংলাদেশ বর্তমানে অবস্থান করছে ১৮৩তম স্থানে।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: