স্বদেশসময় টোয়েন্টিফোর ডটকম::
জানা গেছে, স্থানীয়ভাবে সুরেশ্বর (মাওলানা জান শরিফ শাহ ওরফে হজরত মাওলানা শাহে আহম্মদ আলী) সম্প্রদায় হিসেবে পরিচিত মঠবাড়িয়া উপজেলার পূর্ব সাপলেজা, ভাইজোড়া, কচুবাড়িয়া, খেতাছিড়া, চরকগাছিয়া ও বাদুরতলী গ্রামের প্রায় এক হাজার মানুষ আজকের এ ঈদ উদযাপন করছে। তারা ৭০ বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করছে।
তারা অনেক বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করছে। সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা রাখা ও ঈদ পালনের প্রচলন শুরু করেন। এর পর থেকে পিরোজপুর ও কচুয়া উপজেলার কিছু মানুষ এখানে ঈদের জামাতে অংশ নিতে যান।
0 coment rios: