বুধবার, ৬ জুলাই, ২০১৬

ঈদ পালন করছে শুরেশ্বরের মানুষ


  স্বদেশসময় টোয়েন্টিফোর ডটকম::

আজ বুধবার জুলাই ৬, ২০১৬ খানকায়ে সুরেশ্বরে পবিত্র ঈদুল ফিতরের নামাজ  উদযাপন করছে শরিয়তপুর জেলার, নড়িয়া - উপজেলার শুরেশ্বর গ্রামের  ।
জানা গেছে, স্থানীয়ভাবে সুরেশ্বর (মাওলানা জান শরিফ শাহ ওরফে হজরত মাওলানা শাহে আহম্মদ আলী) সম্প্রদায় হিসেবে পরিচিত মঠবাড়িয়া উপজেলার পূর্ব সাপলেজা, ভাইজোড়া, কচুবাড়িয়া, খেতাছিড়া, চরকগাছিয়া ও বাদুরতলী গ্রামের প্রায় এক হাজার মানুষ আজকের এ ঈদ উদযাপন করছে। তারা ৭০ বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করছে।
  তারা অনেক বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করছে। সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা রাখা ও ঈদ পালনের প্রচলন শুরু করেন। এর পর থেকে পিরোজপুর ও কচুয়া উপজেলার কিছু মানুষ এখানে ঈদের জামাতে অংশ নিতে যান।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: