স্বদেশসময় টোয়েন্টিফোর ডটকম::
ভিক্টোর বারিরোকে মাঠ থেকে নেওয়া হচ্ছে
ক্রীড়া ডেস্ক :
বুলফাইট (ষাঁড়ের লড়াই) পৃথিবীর প্রচীন ও ঐহিত্যবাহী খেলার মধ্যে একটি।
ইতিহাস থেকে জানা যায় মেসোপটেমিয়া ও মেডিটারিয়ান সভ্যতার সময় শুরু হয়
বুলফাইট।
এখনো ইউরোর বিভিন্ন দেশে এই খেলাটি খুবই জনপ্রিয়। তবে খেলাটির বেশ ঝুঁকিও রয়েছে। ষাঁড়কে যিনি লাল কাপড় দেখিয়ে লড়াই জমিয়ে তোলেন তিনি হলেন ম্যাটাডোর। ষাঁড়ের লড়াই দেখাতে গিয়ে কখনো কখনো ম্যাটাডোরের মৃত্যু হয়।
তবে চলতি শতকে ষাঁড়ের লড়াইয়ে কেউ মরেননি। তবে স্পেনে দুদিন আগে এক ঐতিহ্যবাহী উৎসবে ষাঁড়ের লড়াই দেখাতে গিয়ে ষাঁড়ের আক্রমণে মারা গেছেন বিখ্যাত ম্যাটাডোর ভিক্টোর বারিরো।
পূর্ব স্পেনের তেরুয়েলে ফেরিয়া দেল অ্যাঞ্জেল উৎসবে ষাঁড়ের লড়াই দেখাতে যান ভিক্টোর বারিরো। যেটি একটি টেলিভিশন চ্যানেল সরাসরি সম্প্রচারও করছিল। গ্যালারিতে বসেই স্বামীর ষাঁড়ের লড়াই দেখছিলেন রাকুয়েল সাঞ্জ। হঠাৎ ষাঁড়টি ক্ষিপ্ত হয়ে ম্যাটাডোর ভিক্টোর বারিরোকে আঘাত করতে শুরু করেন। ধারালো শিং দিয়ে একের পর এক আঘাত করে মাটিতে লুটিয়ে ফেলেন। এরপরও ক্ষান্ত হচ্ছিল না ষাঁড়টি। শেষে মাঠের পাশেই উপস্থিত থাকা নিরীক্ষকরা এসে ষাঁড়টির দৃষ্টিভ্রম ঘটান।
এখনো ইউরোর বিভিন্ন দেশে এই খেলাটি খুবই জনপ্রিয়। তবে খেলাটির বেশ ঝুঁকিও রয়েছে। ষাঁড়কে যিনি লাল কাপড় দেখিয়ে লড়াই জমিয়ে তোলেন তিনি হলেন ম্যাটাডোর। ষাঁড়ের লড়াই দেখাতে গিয়ে কখনো কখনো ম্যাটাডোরের মৃত্যু হয়।
তবে চলতি শতকে ষাঁড়ের লড়াইয়ে কেউ মরেননি। তবে স্পেনে দুদিন আগে এক ঐতিহ্যবাহী উৎসবে ষাঁড়ের লড়াই দেখাতে গিয়ে ষাঁড়ের আক্রমণে মারা গেছেন বিখ্যাত ম্যাটাডোর ভিক্টোর বারিরো।
পূর্ব স্পেনের তেরুয়েলে ফেরিয়া দেল অ্যাঞ্জেল উৎসবে ষাঁড়ের লড়াই দেখাতে যান ভিক্টোর বারিরো। যেটি একটি টেলিভিশন চ্যানেল সরাসরি সম্প্রচারও করছিল। গ্যালারিতে বসেই স্বামীর ষাঁড়ের লড়াই দেখছিলেন রাকুয়েল সাঞ্জ। হঠাৎ ষাঁড়টি ক্ষিপ্ত হয়ে ম্যাটাডোর ভিক্টোর বারিরোকে আঘাত করতে শুরু করেন। ধারালো শিং দিয়ে একের পর এক আঘাত করে মাটিতে লুটিয়ে ফেলেন। এরপরও ক্ষান্ত হচ্ছিল না ষাঁড়টি। শেষে মাঠের পাশেই উপস্থিত থাকা নিরীক্ষকরা এসে ষাঁড়টির দৃষ্টিভ্রম ঘটান।
সঙ্গে সঙ্গে ভিক্টোর বারিরোকে
হাসপাতালে নেওয়া হয়। কিন্তু ডাক্তারদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে পরপারে
পাড়ি জমান ভিক্টোর বারিরো। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। চলতি
শতাব্দীতে যা প্রথম কোনো ম্যাটাডোরের মৃত্যুর ঘটনা। গেল ৩০ বছরের ইতিহাসে
স্পেনে প্রথম কোনো ম্যাটাডোরর মৃত্যু হল।
ভিক্টোর বারিরোর মৃত্যুর কারণে ফেরিয়া দেল অ্যাঞ্জেল উৎসব বন্ধ ঘোষণা করা হয়েছে।
ষাঁড়টির নাম রাখা হয়েছিল মানোস। স্প্যানিশ সংবাদ মাধ্যমের খবর থেকে জানা যায় ষাঁড়টির ওজন ছিল ৫২৯ কেজি।
ভিক্টোর বারিরোর মৃত্যুর কারণে ফেরিয়া দেল অ্যাঞ্জেল উৎসব বন্ধ ঘোষণা করা হয়েছে।
ষাঁড়টির নাম রাখা হয়েছিল মানোস। স্প্যানিশ সংবাদ মাধ্যমের খবর থেকে জানা যায় ষাঁড়টির ওজন ছিল ৫২৯ কেজি।
0 coment rios: