নিষেধাজ্ঞা
কাটিয়ে মাঠে ফেরার আগে আরেকটি সুসংবাদ পেলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার
মোহাম্মাদ আশরাফুল।সেপ্টেম্বরে তার স্ত্রীর কোলজুড়ে আসছে সন্তান। পাশাপাশি
এটাও অবশ্য শোনা গিয়েছিল যে প্রথম সন্তানটি ছেলে হবে। কিন্তু এক
সাক্ষাৎকারে আশরাফুল নিজেই নিশ্চিত করলেন, পুত্র নয় বরং কন্যা সন্তানের
বাবা হতে চলেছেন তিনি।
বাবা হওয়ার অগ্রিম আনন্দে আত্মহারা
আশরাফুল। এটাকে সুদিনের ইঙ্গিত হিসেবে দেখছেন তিনি, ‘অবশ্যই ভালো লাগছে।
প্রথম সন্তানের বাবা হওয়ার অনুভূতির তুলনা নেই। বাবা হচ্ছি, ক্রিকেটেও
ফিরতেছি, এর চেয়ে আনন্দের আর কী হতে পারে।’
0 coment rios: