স্বদেশসময় টোয়েন্টিফোর ডটকম::
রানী মুখার্জি
এদিকে তারকারা ভক্তদের সঙ্গে তাদের বিভিন্ন বিষয় ভাগাভাগির জন্য বেছে নেন এ মাধ্যমগুলোকে। তবে এখনো অনেক তারকাই রয়েছেন যারা এ সামাজিক মাধ্যমগুলোতে নেই। তাদের মধ্যে একজন বলিউড অভিনেত্রী রানী মুখার্জি।
গত ১১ জুলাই ইন্সটাগ্রামে অভিনেত্রী রানী মুখার্জির নাম দিয়ে খোলা একটি অ্যাকাউন্ট থেকে ছবি প্রকাশ করা হয়। সেখানে জানানো হয় ছবিটি রানীর মেয়ে আদিরার। এরপর থেকেই ছবিটি ইন্টারনেটে ভাইরাল হয়।
কিন্তু পরবর্তীতে জানানো হয় ছবিটি আসলে রানীর মেয়ে আদিরার নয়। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে এ অভিনেত্রীর কোনো অ্যাকাউন্টও নেই।
এ প্রসঙ্গে এক বিবৃতিতে রানীর মুখপাত্র বলেন, ‘সবাইকে জানানো যাচ্ছে যে, রানী মুখার্জি কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে নেই। তার নাম দিয়ে কিছু ভুয়া অ্যাকাউন্ট তৈরি হয়েছে। এমনকি তারা যে বিষয়গুলো শেয়ার করছে তাও ভুয়া। আমরা সবাইকে অনুরোধ করছি আপনারা এগুলোকে গুরুত্ব দেবেন না।’
0 coment rios: