হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি হবে আগামী বছরের ৮ থেকে ১২ ফেব্রুয়ারি। ভেন্যু অবশ্য আগেই ঘোষণা করেছিল বিসিসিআই। বুধবার তারা দিনক্ষণও জানিয়ে দিল। ২০০০ সালে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট যাত্রা শুরু হয়েছিল বাংলাদেশের। এরপর ভারত বাংলাদেশে এসে টেস্ট খেললেও, বাংলাদেশকে কখনো টেস্ট খেলতে আমন্ত্রণ জানায়নি ভারত। ভারতের মাটিতে তাদের বিপক্ষে শুধু তিনটি ওয়ানডে (১৯৯১ সালে একটি, ১৯৯৮ সালে দুটি) ও এ বছরের মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপে একটি ম্যাচ খেলেছে বাংলাদেশ।
কথা ছিল এ বছরের আগস্টে একটি টেস্ট খেলতে ভারত সফরে যাবে বাংলাদেশ। কিন্তু সেটি পিছিয়ে দিয়েছিল বিসিসিআই। পরে ম্যাচটি আগামী বছরের ফেব্রুয়ারিতে হবে জানা গেলেও তখন দিনক্ষণ নিশ্চিত হয়নি।
বুধবার বিসিসিআই সভাপতি অনুরাগ ঠাকুর আগামী বছরের শুরুতে বাংলাদেশের ঐতিহাসিক সফরের ঘোষণা দিয়ে বলেন, ‘নেতৃস্থানীয় টেস্ট খেলুড়ে দেশ হিসেবে বিসিসিআইয়ের দায়িত্ব সব টেস্ট খেলুড়ে দেশকে আমাদের সুযোগ দেওয়া। আমাদের ২০১৬-১৭ ঘরোয়া মৌসুমে এটা হবে অসাধারণ সংযোজন।’
0 coment rios: