স্বদেশসময় টোয়েন্টিফোর ডটকম:
মুফতি মাহমুদ খান জানান, আল আনসারের সমন্বয়কারী রাশিদুল আলম প্রায় দুই বছর আগে ফরিদাবাদ মাদ্রাসায় পড়ার সময় ওয়ালিদ হামজা নামের এক ব্যক্তির সঙ্গে পরিচিত হন। ওয়ালিদ হামজা ৭/৮ মাস আগে হোসনাইন নামের আরেকজন সদস্যের সঙ্গে পরিচয় করিয়ে দেন। হোসনাইন ২০১৬ সালের প্রথম দিকে নিজের নামে হাজারীবাগের বাসাটি ভাড়া নেন। পরবর্তী সময়ে হোসনাইন চলে যাওয়ার পর রাশিদুল আলমকে বাসায় ভাড়াটিয়া হিসেবে রেখে যান। এর কিছুদিন পর আবদুল্লাহ আল মামুন ওই বাসায় ভাড়াটিয়া হিসেবে ওঠেন।
0 coment rios: