স্বদেশসময় টোয়েন্টিফোর ডটকম
এ সিনেমাটি পরিচালনা করছেন অভিনেত্রী পাপিয়া অধিকারী। তবে এ সিনেমায় তার বিপরীতে কে কাজ করবেন তা এখনো চূড়ান্ত হয়নি। তবে খুব শিগগিরই নায়িকা চূড়ান্ত হবে। তারপরই শুটিং শুরু হবে বলে রাইজিংবিডিকে জানিয়েছেন ফেরদৌস। এ ছাড়াও ফেরদৌস-ঋতুপর্ণা অভিনীত ‘পটাদারকীর্তি’ শিরোনামের সিনেমাটি কলকাতায় আগামী ৬ সেপ্টেম্বর মুক্তি পাবে। এছাড়া ‘৫২ থেকে ৭১’, ‘মেঘ কন্যা’, ‘শূণ্য হৃদয়’, ‘লিডার’, ‘কালের পুতুল,’ ‘পুত্র’, ‘ভাবীর আদর’, ‘পোস্ট মাস্টার-৭১’, ‘ছেড়ে যাস না’সহ ডজন খানেক সিনেমার অধিকাংশ শুটিং শেষ করেছেন ফেরদৌস।
ফেরদৌস অভিনীত সর্বশেষ ‘বাদশা’ সিনেমাটি ঈদুল ফিতরে সারাদেশে মুক্তি পায়। এ সিনেমায় ফেরদৌসের সঙ্গে অভিনয় করেছেন ওপার বাংলার জিৎ ও বাংলাদেশের নুসরাত ফারিয়া। বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজ যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করেছে। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন কলকাতার বিখ্যাত নির্মাতা বাবা যাদব।
0 coment rios: