মার্চে
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে বাংলাদেশ।
ইংল্যান্ড সিরিজ না হলে আট মাস ক্রিকেটের বাইরে থাকবে মাশরাফি-মুশফিকুর
রহিমরা। বাংলাদেশের ক্রিকেটের উন্নতির পথে যা
বাঁধা হয়ে দাড়াতে পারে। স্বাভাবিকভাবেই যত ম্যাচ খেলবে ততই শিখবে সৌম্য,
সাব্বিররা। ভুলগুলো ততই ধরা পরবে তাদের। কিন্তু সেই সুযোগ নেই
তামিম-সাকিবদের। হাথুরুসিংহেও বললেন একই কথা। সোমবার
কন্ডিশনিং ক্যাম্পে যোগ দেওয়া হাথুরুসিংহে মঙ্গলবার গণমাধ্যমের মুখোমুখি
হন। হাথুরুসিংহে বলেন, ‘যেই পরিস্থিতি তৈরী হয়েছে সেটা ভালো নয়। তবে আমাদের
কিছু করারও নেই। আমি ছেলেদের সে কথাই জানিয়েছি। ওদের বললাম, ‘এই সময়টাকে
কাজে লাগিয়ে নিজেদের সেরা প্রস্তুতি নিতে, নিজেদের দক্ষতা বাড়াতে। আমাদের এ
কাজটাই এখন করতে হবে। এটা অবশ্যই আমাদের পরবর্তীতে কাজে লাগবে, কোনোসময়ই
বৃথা যাবে না। তবে সত্যি বলতে ক্রিকেটের মূল ধারা থেকে আমরা অনেক দূরে চলে
এসেছি। আমাদের জন্যে এটা অবশ্যই আদর্শ কোনো পরিস্থিতি নয়।’
হাথুরুসিংহে আরও বলেন, ‘ক্রিকেটারা খেলার
মধ্যে থেকেই নিজেদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে। যখন নতুন কোনো শুরু করে; মাঠে
না নামা পর্যন্ত চিন্তামুক্ত হওয়ার কোনো সুযোগ নেই। আমার এদিক থেকে পিছিয়ে
আছি। আমরা অনেক দিন ধরে খেলার বাইরে। এটা ক্রিকেটারদের কন্ট্রোল করা
সত্যিই কঠিন হবে।’
পরিস্থিতে অনুকূলে আনতে পরিকল্পনা নিয়ে
মাঠে নেমেছেন হাথুরুসিংহে। পূর্বের মত ম্যাচ পরিস্থিতি তৈরী করে শিষ্যদের
অনুশীলন করাবেন প্রধান কোচ। নিজের পরিকল্পনা নিয়ে হাথুরুসিংহে বলেন, ‘আমরা
এখন ফিটনেস নিয়ে কাজ করছি। আমরা স্কিল ট্রেনিংও শুরু করেছি। ফিল্ডিং
অনুশীলন করছি এখন। ২০ আগস্ট থেকে আমরা ব্যাটিং ও বোলিং অনুশীলন শুরু করব।
ঈদের আগে ও ইংল্যান্ড আসার পূর্বে আমরা বিসিএলের কয়েকটি ম্যাচে অংশ নিব।
আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাচ্ছি। অনুশীলন পর্ব শেষে আমরা
কয়েকটি অনুশীলন ম্যাচ খেলব। ম্যাচ পরিস্থিতি তৈরী করে ওদের নিয়ে অনুশীলন
করব। আমাদের হাতে যথেষ্ট সময় আছে। আমরা সেভাবেই নিজেদের প্রস্তুতি নিতে
পারব।’
0 coment rios: