হাথুরুসিংহে আরও বলেন, ‘ক্রিকেটারা খেলার
মধ্যে থেকেই নিজেদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে। যখন নতুন কোনো শুরু করে; মাঠে
না নামা পর্যন্ত চিন্তামুক্ত হওয়ার কোনো সুযোগ নেই। আমার এদিক থেকে পিছিয়ে
আছি। আমরা অনেক দিন ধরে খেলার বাইরে। এটা ক্রিকেটারদের কন্ট্রোল করা
সত্যিই কঠিন হবে।’
পরিস্থিতে অনুকূলে আনতে পরিকল্পনা নিয়ে
মাঠে নেমেছেন হাথুরুসিংহে। পূর্বের মত ম্যাচ পরিস্থিতি তৈরী করে শিষ্যদের
অনুশীলন করাবেন প্রধান কোচ। নিজের পরিকল্পনা নিয়ে হাথুরুসিংহে বলেন, ‘আমরা
এখন ফিটনেস নিয়ে কাজ করছি। আমরা স্কিল ট্রেনিংও শুরু করেছি। ফিল্ডিং
অনুশীলন করছি এখন। ২০ আগস্ট থেকে আমরা ব্যাটিং ও বোলিং অনুশীলন শুরু করব।
ঈদের আগে ও ইংল্যান্ড আসার পূর্বে আমরা বিসিএলের কয়েকটি ম্যাচে অংশ নিব।
আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাচ্ছি। অনুশীলন পর্ব শেষে আমরা
কয়েকটি অনুশীলন ম্যাচ খেলব। ম্যাচ পরিস্থিতি তৈরী করে ওদের নিয়ে অনুশীলন
করব। আমাদের হাতে যথেষ্ট সময় আছে। আমরা সেভাবেই নিজেদের প্রস্তুতি নিতে
পারব।’
0 coment rios: