সোমবার, ২৯ আগস্ট, ২০১৬

বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীদের ক্ষতিপূরণ দেয়া দরকার

স্বদেশসময় টোয়েন্টিফোর ডটকম


বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীদের ক্ষতিপূরণ দেয়া দরকার মৎস ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীদের ক্ষতিপূরণ দেয়া দরকার। তা না হলে তারা বেকার হয়ে পড়বেন। আর এতে সামাজিক সমস্যার সৃষ্টি হতে পারে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সোমবার বিকেলে রাজধানীর সেগুন বাগিচায় মৎস ভবন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ আওয়ামী মৎসজীবী লীগ এ আলোচনা সভার আয়োজন করে।  প্রতিমন্ত্রী বলেন, ‘আমি কয়েক জেলায় গিয়ে দেখেছি বন্যায় লক্ষ লক্ষ টাকার মাছ ভেসে গেছে। মাছ চাষ থেকে শুরু করে বিক্রয় পর্যন্ত কাজের ওপর কয়েক লাখ মানুষ নির্ভরশীল। চাষীরা মাছ চাষে বিনিয়োগ করেছে। তাদের বিনিয়োগ ভেসে গেছে। তাই তাদের সহায়তা করা দরকার।’
তিনি আরো বলেন, ‘এই খাতে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হচ্ছে। এই খাতে সরকারের ভর্তুকি দেয়া দরকার। গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করতে মাছ চাষের উপর আরো বেশি গুরুত্ব দেয়া দরকার।’
নারায়ণ চন্দ্র চন্দ বলেন, ‘১৯৭২ সালে জাতির জনক বঙ্গবন্ধু বলেছিলেন মাছ চাষ হবে বৈদেশিক মূদ্রা অর্জনের তৃতীয় খাত। এখন আমরা সেই দিকেই এগিয়ে গেছি।’
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, বাংলাদেশ আওয়ামী মৎসজীবী লীগের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি সাইদুর রহমান সাঈদ, মৎস অধিদপ্তরের মহাপরিচালক ড. সৈয়দ আরিফ আজাদ।
 

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: