স্বদেশসময় টোয়েন্টিফোর ডটকম:
রোববার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) এক সেমিনারে এসব তথ্য জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের সাব কমিটির উদ্যোগে ‘হেপাটাইটিস সি : এন আপডেট’ শীর্ষক এ মাসিক সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে উত্থাপিত গবেষণাপত্রে বলা হয়, দুই-তিন বছর আগেও হেপাটাইটিস সির তেমন কার্যকরী চিকিৎসা ছিল না। তখন হেপাটাইটিস সির চিকিৎসায় ইজেকশনের মাধ্যমে শরীরে ওষুধ প্রয়োগ করা হতো। ওই চিকিৎসা ছিল দীর্ঘমেয়াদী, ব্যয়বহুল, পার্শ্ব প্রতিক্রিয়াযুক্ত এবং আরোগ্য লাভের মাত্রা ছিল সামান্য। কিন্তু গত দুই থেকে তিন বছরে হেপাটাইটিস সির চিকিৎসায় মুখে খাওয়া ওষুধে ব্যাপক পরিবর্তন ও সাফল্য পরিলক্ষিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের সেমিনার সাব কমিটির সভাপতি এবং শিশু হেমাটোলজি ও অনকোলজি বিভাগের চেয়ারম্যান ডা. চৌধুরী ইয়াকুব জামাল।
সেমিনারে হেপাটাইটিস সির ওপর প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. চঞ্চল কুমার ঘোষ ও ডা. রাজিবুল আলম।
0 coment rios: