স্বদেশসময় টোয়েন্টিফোর ডটকম:
১৫
আগস্ট সোমবার। জাতীয়
শোক দিবস। ১৯৭৫
সালের এ দিনে সপরিবারে
নিহত হন হাজার বছরের
শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর
রহমান।
আগস্টের
এ দিন ভোরে বাঙালি
জাতির স্থপতি বঙ্গবন্ধু নিজ
বাসভবনে সেনাবাহিনীর কতিপয় উচ্চাভিলাষী বিশ্বাসঘাতকের
হাতে নিহত হন। সেদিন
বঙ্গবন্ধুর সহধর্মিনী বেগম ফজিলাতুন্নেছা, পুত্র,
পুত্রবধু ও আত্মীয় স্বজনসহ
১৬ জন নিহত হন।
এ
হত্যাকাণ্ডের মধ্য দিয়ে জাতির
পিতার বর্ণাঢ্য জীবনের যবনিকা ঘটে।
তারপরও পিছিয়ে নেই দেশ।
বঙ্গবন্ধুর হাতে গড়া বাংলাদেশ
এগিয়ে যাচ্ছে। তার চেতনা আদর্শ
বুকে ধারণ করে।
শেখ
লুৎফর রহমান ও মোসাম্মৎ
সাহারা খাতুনের চার কন্যা ও
দুই পুত্রের মধ্যে তৃতীয় সন্তান
শেখ মুজিব। ১৯২০
সালের ১৭ মার্চ জন্মগ্রহণ
করেন। বাবা-মা ডাকতেন খোকা
বলে। শৈশবকাল
কাটে টুঙ্গিপাড়ায়। ১৮
বছর বয়সে বঙ্গবন্ধু ও
বেগম ফজিলাতুন্নেছার বিয়ে সম্পন্ন হয়। তার
দুই কন্যা শেখ হাসিনা
ও শেখ রেহানা এবং
তিন পুত্র শেখ কামাল,
শেখ জামাল ও শেখ
রাসেল।
১৫
আগস্ট শেখ হাসিনা ও
শেখ রেহানা ড. ওয়াজেদ
মিয়ার (শেখ হাসিনার স্বামী)
সঙ্গে জার্মানিতে অবস্থান করায় বেঁচে যান।
কিন্তু ১৫ আগস্টের সেই
ভয়াবহ স্মৃতি নিয়ে বাবার
আদর্শকে ধারণ করে এখনো
তারা দেশের কাজ করে
যাচ্ছেন।
প্রধানমন্ত্রী
শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর পাঁচ খুনির মৃত্যুদণ্ড
কার্যকর হলেও বিদেশে পলাতক
খুনিদের আনা গেল না
কিছুতেই। সাতজনের মধ্যে একজনতো মারা
গেছেন এরইমধ্যে।
১৯৭৫
সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমান ও তার
পরিবারের সদস্যদেরকে হত্যার দায়ে ১২
জনের মৃত্যুদণ্ড বহাল রাখেন উচ্চ
আদালত। ২০১০ সালের ২৮
জানুয়ারি পাঁচ খুনি সৈয়দ
ফারুক রহমান, সুলতান শাহরিয়ার
রশীদ খান, মুহিউদ্দিন আহমদ,
বজলুল হুদা ও এ
কে এম মহিউদ্দিনের ফাঁসি
কার্যকর করা হয়। আর
আবদুল আজিজ পাশা বিদেশে
মারা যান বলে তথ্য
আছে সরকারের কাছে।
বঙ্গবন্ধু
স্বপ্ন
দেখেছেন
সোনার
বাংলা
গড়ার। তিনি চেয়েছেন
একটি
গণতান্ত্রিক
ও
অসাম্প্রদায়িক
বাংলাদেশ,
সমৃদ্ধ
ও
সুখী
বাংলাদেশ। তিনি
আজ
আমাদের
মাঝে
নেই। কিন্তু
তার
স্বপ্ন
আছে। এই মহান নেতার স্বপ্নকে
বাস্তবায়ন
করার
দায়িত্ব
আজ
গোটা
জাতির।
জাতীয় শোক দিবসে জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি। ১৫ আগস্ট নিহত তার পরিবারের সদস্য ও অন্যদের স্মৃতির প্রতি আমারা শ্রদ্ধা জানাই। বাংলাদেশে, বাঙালির হৃদয়ে চির অম্লান হয়ে থাকবেন বঙ্গবন্ধু। সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদমুক্ত দেশ গড়ে তোলা, স্বাধীনতার মূল চেতনা বাস্তবায়ন ও তার স্বপ্নকে সফল করাই হোক আজকের দিনে অঙ্গীকার।
জাতীয় শোক দিবসে জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি। ১৫ আগস্ট নিহত তার পরিবারের সদস্য ও অন্যদের স্মৃতির প্রতি আমারা শ্রদ্ধা জানাই। বাংলাদেশে, বাঙালির হৃদয়ে চির অম্লান হয়ে থাকবেন বঙ্গবন্ধু। সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদমুক্ত দেশ গড়ে তোলা, স্বাধীনতার মূল চেতনা বাস্তবায়ন ও তার স্বপ্নকে সফল করাই হোক আজকের দিনে অঙ্গীকার।
0 coment rios: