তিনি বলেন, ‘৭১ সালের যুদ্ধের সময় অনেক দেশ আমাদের সহযোগিতা করেছিল। তেমনি আজ জঙ্গি ও সন্ত্রাস দমনে বিদেশিরা আমাদের পাশে আছে।’
বুধবার সন্ধ্যায় মুক্তিযোদ্ধা জাদুঘরে অস্ট্রেলিয়া, নেদারল্যান্ড, জার্মানি ও বাংলাদেশে ধারণকৃত বাংলাদেশের মুক্তিযুদ্ধে একমাত্র বিদেশি বীরপ্রতীক উইলিয়াম এ এস ওডারল্যান্ডের জীবনীভিত্তিক ডকুমেন্টারি ফিল্মের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হাসানুল হক ইনু বলেন, ‘১৯৭১ সালে পাকিস্তানিরা যেভাবে দখলদারিত্ব করতে চেয়েছিল, ঠিক তেমনি স্বাধীনতাবিরোধীরা বর্তমানে জঙ্গি ও সন্ত্রাসের নামে দেশে দখলদারিত্ব করতে চাচ্ছে। ৭১ সালে পাকিস্তান যেভাবে ব্যর্থ হয়েছিল, তেমনি আজও তারা ব্যর্থ হবে।’
তিনি বলেন, ‘ওডারল্যান্ড একজন বিদেশি হয়েও ১৯৭১ সালে যেভাবে আমাদের দেশের জন্য যুদ্ধ করেছিলেন, তার ঋণ আমরা কখনোই শোধ করতে পারব না। তিনি বিদেশি হয়েও বাংলাদেশকে নিজের দেশ মনে করে মুক্তিযোদ্ধাদের সঙ্গে ১ ও ২ নং সেক্টরে যুদ্ধ করেছেন।’
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকী বলেন, ‘ওডারল্যান্ড আমাদের দেশের জন্য অনেক কিছু করেছেন। আমাদের উচিৎ ছিল তাকে আরো আগে সন্মান দেখানো। কিন্তু ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যা করার পরে দেশের পরিস্থিতি অনুকূলে ছিল না। যারা মুক্তিযুদ্ধকে বিশ্বাস করতেন না, তাদের হাতে দেশ চলে যাওয়ায় আজ প্রায় ৪১ বছর পর এই বীরপ্রতীককে সন্মানিত করতে হচ্ছে, এটা খুবই দুঃখজনক।’
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বীরপ্রতীক ওডারল্যান্ড ডকুমেন্টারির প্রযোজক পি আর প্লাসিড বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের অনেক কিছু অন্তর্ভুক্ত করা হয়েছে। তাই সরকারি উদ্যোগে পাঠ্য-পুস্তকে বীরপ্রতীক ওডারল্যান্ডের ইতিহাস অন্তর্ভুক্ত করলে তাকে প্রকৃতভাবে সন্মান করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএফইউজে`র একাংশের সভাপতি ও একুশে টেলিভিশনের প্রধান সম্পাদক মনজুরুল আহসান বুলবুল, অস্ট্রেলিয়ায় নিযুক্ত প্রাক্তন হাইকমিশনার লে. জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী, জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশনের প্রাক্তন প্রধান ড. এ কে আবদুল মোমেন প্রমুখ।
0 coment rios: