স্বদেশসময় টোয়েন্টিফোর ডটকম:
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে ফলাফল প্রকাশের পরে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
নাহিদ বলেন, ‘গত বছরের তুলনায় এ বছর শতভাগ পাস শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে। এবার শতভাগ পাশ করেছে ৮৪৮টি প্রতিষ্ঠানে। গত বছর শতভাগ পাস ছিল ১ হাজার ১৩৩টি প্রতিষ্ঠানে।’ শতভাগ পাসের শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কমে যাওয়াকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী।
অন্যদিকে এবার দেশের ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানে সবাই ফেল করেছে। গত বছর শূন্য পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৩৫টি। গত বছরের তুলনায় এবার শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা কমে ২৫ টিতে নেমে এসেছে।
প্রসঙ্গত, শুন্য পাসের শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কমে যাওয়াকে সবসময়ই ইতিবাচক হিসেবে দেখা হয়।
উল্লেখ্য, এবার সারা দেশে আটটি সাধারণ শিক্ষাবোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের গড় হার ৭৪ দশমিক ৭০। আটটি শিক্ষা বোর্ডের পাসের হার ৭২ দশমিক ৪৭। মাদ্রাসা বোর্ডে পাসের হার ৮৮ দশমিক ১৯ এবং কারিগরি শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৮৪ দশমিক ৫৭।
0 coment rios: