স্বদেশসময় টোয়েন্টিফোর ডটকম
সম্পদশালীদের দায়িত্ব দরিদ্রদের সহযোগিতা। সম্পদের দায় মুক্ত হওয়ার জন্য দরিদ্ররা সহায়ক ১৫ কেজি চাল পেয়ে আনন্দের বন্যা কামরাঙ্গির চরের ৫৪ পরিবারে ২৯ আগষ্ট ২০১৬ এসইএল চ্যারিটেবল ফাউন্ডেশনের অর্থায়নে কামরাঙ্গিরচরের ৫৪ পরিবারে ১৫ কেজি করে চাল বিতরন করা হয়। ৭০ পশ্চিম রসুলপুর ডাঃ ফজলুল করিম মিলনায়তনে Disable Support Program (DSP) এর আওতায় নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের পরিচালনায় কামরাঙ্গিরচরের ৫৫ ও ৫৬ নং ওয়ার্ডের দরিদ্র প্রতিবন্ধী মানুষের চিকিৎসা, খাদ্য সহযোগিতা প্রদানের জন্য কাজ শুরু করেছে। নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর চেয়ারম্যান ইবনুল সাঈদ রানা চাল বিতরণ কর্মসুচী উদ্ভোদন করেন, অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গ্রীনমাইন্ড সোসাইটির নির্বাহী জনাব আমির হাসান,পশ্চিম রসুলপুর ওয়েলফেয়ার সোসাইটির সহসভাপতি তৌহিদুল ইসলাম মাতিন, স্বপ্নের সিড়ি সংগঠনের নির্বাহী উম্মে সালমা, নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী রুনা রহমান। অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করেছে গ্রীন মাইন্ড সোসাইটি, স্বপ্নে সিড়ি, নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, এসইএল চ্যারিটেবল ফাউন্ডেশন।বক্তারা বলেন সম্পদশালীদের দায়িত্ব দরিদ্রদের সহযোগিতা। সম্পদের দায় মুক্ত হওয়ার জন্য দরিদ্ররা সহায়ক।
0 coment rios: