বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০১৬

পাকিস্তানের সামরিক ব্যয় ৩০ কোটি ডলার দিচ্ছে না যুক্তরাষ্ট্র

স্বদেশসময় টোয়েন্টিফোর ডটকম:


পাকিস্তানের সামরিক ব্যয় ৩০ কোটি ডলার দিচ্ছে না যুক্তরাষ্ট্রআন্তর্জাতিক ডেস্ক : সামরিক ব্যয় বাবদ প্রতিশ্রুত ৩০ কোটি মার্কিন ডলার পাকিস্তানকে দিচ্ছে না যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছন, নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী হাক্কানি নেটওয়ার্ক এবং আফগান তালেবানদের বিরুদ্ধে পাকিস্তান যথাযথ পদক্ষেপ নিচ্ছে কি না- এ ব্যাপারে কংগ্রেসকে প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ কার্টার সদুত্তর না দেওয়ায় অর্থ ছাড় বন্ধ করা হয়েছে।
এনডিটিভি অনলাইনের এক খবরে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে। গত দশক থেকে পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছে। যুক্তরাষ্ট্রের ভাষায়, আফগান তালেবান ও হাক্কানি নেটওয়ার্কের মতো ইসলামপন্থি নিষিদ্ধ সংগঠনগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নিতে ‘পাকিস্তানের অনীহা’ রয়েছে।

পেন্টাগনের মুখপাত্র অ্যাডাম স্টুম্প বুধবার জানিয়েছেন, ‘পাকিস্তান সরকারের জন্য এখন তহবিল ছাড় করা হবে না। কারণ হাক্কানি নেটওয়ার্কের বিরুদ্ধে পাকিস্তান যথাযথ পদক্ষেপ নিচ্ছে বলে প্রতিরক্ষামন্ত্রী নিশ্চিত করেননি।’

সন্ত্রাসবাদবিরোধী এবং জঙ্গিবাদবিরোধী অভিযানের জন্য কোয়ালিশন সাপোর্ট ফান্ড (সিএসএফ) থেকে সহযোগী দেশগুলোকে অর্থ সহায়তা দেয় যুক্তরাষ্ট্র। এ ফান্ড থেকে সবচেয়ে বেশি অর্থ পেয়ে আসছে পাকিস্তান।

তবে অ্যাডাম স্টুম বলেছেন, ‘পাকিস্তানের সামরিক বাহিনী গত দুই বছর ধরে যে উৎসর্গ করে আসছে, এই সিদ্ধান্তে (তহবিল আটকে দেওয়া) তা ম্লান হবে না।’

পেন্টাগনের তথ্যানুযায়ী, ২০০২ সাল থেকে সিএসএফের অধীনে পাকিস্তান পেয়েছে প্রায় ১ হাজার ৪০০ কোটি ডলার।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: