স্বদেশসময় টোয়েন্টিফোর ডটকম:
ফায়ার সার্ভিসের মহাপরিচালক জানান, অগ্নিনির্বাপণ অভিযান সমাপ্ত করা হয়েছে। এখন শপিং কমপ্লেক্সের ভেতরে ডাম্পিংয়ের কাজ চলছে। দোকানগুলোর শাটার ভেঙে দেখা হচ্ছে, এখনো কোথাও আগুনের অস্তিত্ব আছে কি না।
তিনি আরো জানান, সকাল ১১টা ১০ মিনিটে শপিং কমপ্লেক্সের ষষ্ঠ তলার একটি জুতার দোকানে আগনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা পৌনে ১২টা থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। ফায়ার সার্ভিসের একজন উপ-পরিচালকের নেতৃত্বে ২৯টি ইউনিটের দেড় শতাধিক কর্মী আগুন নেভানোর চেষ্টা করেন।
অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে জানিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল আলী আহম্মেদ।
0 coment rios: