স্বদেশসময় টোয়েন্টিফোর ডটকম:
নিজস্ব প্রতিবেদক : বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যে এগিয়ে আসার জন্য সর্বস্তরের জনগণকে আহ্বান জানিয়েছেন স্বাদেশমৃত্তিকা
মানব উন্নয়ন সংস্থার চেয়ারম্যান মোঃ আকবর হোসেন। সোমবার এই আহ্বান জানান তিনি।
মোঃ আকবর হোসেন বলেন, কুড়িগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যায় পানিবন্দি মানুষ মানবেতর জীবনযাপন করছে। বন্যার পানিতে লাখ লাখ মানুষ ভাসছে। বানভাসী লাখ লাখ মানুষ বাঁচার তাগিদে হাহাকার করছে। তাই বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যে সবার এগিয়ে আসতে হবে।
বন্যায় জানমালের ব্যাপক ক্ষয়-ক্ষতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, কুড়িগ্রাম ও সিলেটসহ বন্যায় প্লাবিত হয়ে বহু লোক পানিবন্দি হয়েছে এবং শাক-সবজি ও উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
বন্যায় যারা পানিবন্দি হয়ে পড়েছে তাদের দ্রুত উদ্ধার, তাদের জন্য খাদ্য এবং অসুস্থদের চিকিৎসা, গৃহহীনদের জন্য সাহায্য পাঠানোর বড় দায়িত্ব সরকারের। সেই সঙ্গে বন্যা দুর্গতদের সাহায্যের জন্য এগিয়ে আসার জন্য স্বাদেশমৃত্তিকা
মানব উন্নয়ন সংস্থার সকল স্বেচ্ছাসেবীদের আহবান জানান, ধনী ও দানশীল ব্যক্তি প্রতি আহ্বান জানাচ্ছি।
0 coment rios: