বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৬

যারা দেশকে অস্থিতিশীল করছে তাদের ছাড় নেই : হানিফ

স্বদেশসময় টোয়েন্টিফোর ডটকম

যারা দেশকে অস্থিতিশীল করছে তাদের ছাড় নেই : হানিফআওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, যারা দেশকে অস্থিতিশীল করছে তাদের কোনো ছাড় নেই।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া স্টেডিয়াম ও নবনির্মিত সুইমিংপুল পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।

হানিফ বলেন, ‘যারা পেট্রোল ঢেলে মানুষ পুড়িয়ে হত্যা করেছে, বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড করে কারাগারে আছে তাদের প্রতি বিএনপির দরদ উতরে পড়ছে। তাহলে ধরে নেওয়া যায়-বিএনপির নির্দেশে এ সব হত্যাকাণ্ড হয়েছে।’

এ সময় কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার প্রলয় চিসিম, জাতীয় ক্রিকেট দলের নির্বাচক হাবিবুল বাশারসহ আওয়ামী লীগের অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: