স্বদেশসময় টোয়েন্টিফোর ডটকম
পুরনোদের মধ্যে রয়েছেন সৈয়দা সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, জাফরুল্লাহ চৌধুরী, সাহারা খাতুন, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। আর বাদ পড়েছেন নূহ উল আলম লেনিন।
রবিবার দলটির ২০তম কাউন্সিলে সভাপতিমণ্ডলীর সদস্যদের নাম ঘোষণা করা হয়।
এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদকের চারটি পদে রয়েছেন মাহবুব উল আলম হানিফ, দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান। এদের মধ্যে আব্দুর রহমানই নতুন। বাকিরা আগেও একই পদে ছিলেন। আর কোষাধ্যক্ষ হয়েছেন আশিকুর রহমান। তিনিও বিদায়ী কমিটিতে একই পদে ছিলেন।
এই সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন শেখ হাসিনা। আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ওবায়দুল কাদের।
আজ সম্মেলন থেকে জানানো হয়েছে, ৮৩ সদস্যের কেন্দ্রীয় কমিটির মধ্যে বাকি ৬০টি পদ সভাপতি শেখ হাসিনা সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সভাপতিমণ্ডলীর সদস্যদের সঙ্গে আলোচনা করে ঘোষণা করবেন।
0 coment rios: