স্বদেশসময় টোয়েন্টিফোর ডটকম
ক্রীড়া প্রতিবেদক, স্বদেশসময় ঃ দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। ১৫ সদস্যের এই দলে
যোগ হয়েছেন স্পিন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত এবং পেসার শুভাশিস রায়।
বাদ পড়েছেন শফিউল ইসলাম। প্রথম টেস্টের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করা
হয়েছিল। ওই দলে নতুন মুখ ছিলেন চারজন।
মোসাদ্দেক আফগানিস্তান সিরিজের শেষ দুই ওয়ানডে দলে ছিলেন। নিজের প্রথম ওয়ানডেতে অপরাজিত ৪৫ রানের চমৎকার ইনিংস খেলার পর ১০ ওভারে ৩০ রান দিয়ে দুই উইকেট নেন। ছিলেন ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দলেও।
দুই বছর আগে প্রথম শ্রেণির ক্রিকেটে হাতেখড়ি তার। খেলেছেন ১৮টি ম্যাচ। আর তাতেই তিনটি ডাবল সেঞ্চুরি! দেশের ক্রিকেট ইতিহাসে অন্য কারো এই রেকর্ড নেই। গত বছর এই কীর্তি গড়েন মোসাদ্দেক। ফেব্রুয়ারিতে জাতীয় লিগে রংপুরের বিপক্ষে খেলে ছিলেন ২৫০ রানের ইনিংস, এরপর চট্টগ্রামের বিপক্ষে ২৮৭। সিলেটের বিপক্ষে বরিশালের হয়ে অপরাজিত ২০০। এখন পর্যন্ত গড় ৭০.৮০!
চলতি ঢাকা প্রিমিয়ার লিগেও দেখা যায় পরিণত মোসাদ্দেককে। আবাহনীর হয়ে ছয় নম্বরে ব্যাট করেন। বিপদের সময় কচি কাঁধে ভারি ওজন বহন করে বেশ কয়েকবার দলকে টেনে তোলেন।
শুভাশিস অনেক দিন থেকেই যুব ক্রিকেটে ভালো করছেন। কিন্তু চোটের কারণে জাতীয় দলের বিবেচনায় আসতে পারছিলেন না। এইচপিতে ভালো করার পর টেস্টের প্রস্তুতি ম্যাচে রাখা হয় তাকে। তিনি প্রথম শ্রেণির ক্রিকেট খেলছেন ২০০৭ সাল থেকে। ৫১টি প্রথম শ্রেণির ম্যাচে ২৭ বছর বয়সী পেসারের উইকেট ১৩৬টি। ঢাকা লিগেও ভালো করেন।
বাংলাদেশ দল: মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুমিনুল হক, রিয়াদ, সাকিব, শুভাগত হোম, সাব্বির, মিরাজ, তাইজুল, কামরুল ইসলাম রাব্বী, মোসাদ্দেক, নুরুল হাসান সোহান, শুভাশিস রায়।
0 coment rios: