স্বদেশসময় টোয়েন্টিফোর ডটকম
ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ ডিএসইতে ৫৬৭ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বৃহস্পতিবার ডিএসইতে ৫০০ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
আজ ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৩০টির, কমেছে ১৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির শেয়ার দর।
এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৬৯৩ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১১৭ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭৫৪ পয়েন্টে।
0 coment rios: