রবিবার, ২৩ অক্টোবর, ২০১৬

ডিএসইতে বেশির ভাগ শেয়ারের দরপতন

স্বদেশসময় টোয়েন্টিফোর ডটকম

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের মিশ্রাবস্থায় লেনদেনের মধ্য দিয়ে সপ্তাহ শুরু হয়েছে। রবিবার লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ শেয়ারের দরপতন হয়েছে। এদিন ডিএসইতে ৬৬ কোটি ৬৩ লাখ টাকার লেনদেন বেড়েছে।
ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ ডিএসইতে ৫৬৭ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বৃহস্পতিবার ডিএসইতে ৫০০ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
আজ ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৩০টির, কমেছে ১৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির শেয়ার দর।
এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৬৯৩ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১১৭ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭৫৪ পয়েন্টে।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: