শুক্রবার, ৬ জানুয়ারী, ২০১৭

ময়মনসিংহে বসতভিটা রক্ষা আন্দোলন



 স্বদেশসময় টোয়েন্টিফোর ডটকম
ময়মনসিংহের চরাঞ্চলে বসতভিটা রক্ষার দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে চরাঞ্চলবাসী। চলমান আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার ময়মনসিংহে বাংলাবাজার কার্যালয়ে বসতভিটা রক্ষা আন্দোলনের নেতৃবৃন্দের মতবিনিময় সভায় মিলিত হন।
সভায় বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যুগ্ম সম্পাদক শরীফ জামিল, বসতভিটা রক্ষা আন্দোলনের সমন্বয়ক শহিদুল হক, নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডশনের চেয়ারম্যন এবং সম্মিলিত জলাধার রক্ষা আন্দোলনের আহবায়ক ইবনুল সাঈদ রানা, রফিক কাজী, ডা. মোহাম্মদ হারুনুর রশিদ, আইয়ুব আলী, বাপার সিলেট বিভাগের নেতা আব্দুল করিমসহ এলাকার শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ বলেন, বিভাগীয় শহরের উন্নয়নে পরিকল্পিত নতুন নকশা অনুযায়ী শহর গড়ে তোলা হলে ২০ হাজার পরিবার বসতভিটা থেকে উচ্ছেদ হবে। বক্তারা আগের নকশা অনুযায়ী ব্রহ্মপুত্র নদের তীর ঘেঁষে নতুন শহর গড়ে তোলার দাবি জানান। সভায় নকশা সম্বলিত পোস্টার উপস্থাপন করা হয়।
উল্লেখ্য, ময়মনসিংহ বিভাগের উন্নয়ন পরিকল্পনায় প্রথমে ব্রহ্মপুত্র নদের তীর ঘেঁষে এক হাজার দুইশ কুড়ি একর জমিতে নতুন শহরের নকশা প্রণয়ন করা হয়। পরবর্তীতে আগের নকশা বাতিল করে নতুন নকশা অনুযায়ী চার হাজার ৩৬৬ একর ভূমি অধিগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর থেকেই বসতভিটা রক্ষার দাবিতে চরাঞ্চলবাসী দুমাস ধরে মানববন্ধন, বিক্ষোভ মিছিল সমাবেশসহ লাগাতার কর্মসুচি পালন করে আসছেন। ব্যাপারে গত ২১ ডিসেম্বর বসতভিটা রক্ষা আন্দোলন কমিটির সাথে প্রসাশনের উচ্চপর্যায়ের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে চরাঞ্চলবাসীর দাবি মেনে না নেওয়ায় আন্দোলন চালিয়ে যাচ্ছে বসতভিটা রক্ষা আন্দোলন কমিটি

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: