স্বদেশসময় টোয়েন্টিফোর ডটকম
তামাকজাত পণ্যে উপাদান, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখের বিধান বাস্তবায়নের দাবি জানিয়েছে তামাকবিরোধী জোট।
শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে জোটের নেতারা এ দাবি জানান।
গ্রিন মাউন্ড সোসাইটির নির্বাহী পরিচালক আমির হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন টোব্যাকো কন্ট্রোল অ্যান্ড রিসার্চ সেলের প্রকল্প কর্মকর্তা ফারহানা জামান লিজা, ডবি্লউবিবি ট্রাস্টের প্রোগ্রাম ম্যানেজার অনন্যা রেহমান, স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার মহাসচিব হেলাল উদ্দিন আহমেদ, জনস্বার্থ ফাউন্ডেশনের সভাপতি ডি এম সাকলায়েন, মানবাধিকার সংস্থার নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, যে কোনো পণ্য কেনার সময় উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ এবং বিদ্যমান উপাদানের নাম জানা জরুরি। কিন্তু কোম্পানিগুলো সিগারেট, বিড়িসহ বিভিন্ন ধরনের তামাকজাত পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ না করে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করছে, যা আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। তাই শিগগিরই সব তামাকজাত পণ্যের মোড়কে মেয়াদ উত্তীর্ণের তারিখ লেখার বিধান বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান তারা।
শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে জোটের নেতারা এ দাবি জানান।
গ্রিন মাউন্ড সোসাইটির নির্বাহী পরিচালক আমির হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন টোব্যাকো কন্ট্রোল অ্যান্ড রিসার্চ সেলের প্রকল্প কর্মকর্তা ফারহানা জামান লিজা, ডবি্লউবিবি ট্রাস্টের প্রোগ্রাম ম্যানেজার অনন্যা রেহমান, স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার মহাসচিব হেলাল উদ্দিন আহমেদ, জনস্বার্থ ফাউন্ডেশনের সভাপতি ডি এম সাকলায়েন, মানবাধিকার সংস্থার নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, যে কোনো পণ্য কেনার সময় উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ এবং বিদ্যমান উপাদানের নাম জানা জরুরি। কিন্তু কোম্পানিগুলো সিগারেট, বিড়িসহ বিভিন্ন ধরনের তামাকজাত পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ না করে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করছে, যা আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। তাই শিগগিরই সব তামাকজাত পণ্যের মোড়কে মেয়াদ উত্তীর্ণের তারিখ লেখার বিধান বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান তারা।
0 coment rios: