শনিবার, ২১ জানুয়ারী, ২০১৭

রাজধানী ঢাকার কাম্রাঙ্গিরচর এলাকার কোম্পানীঘাট . ব্রিজ এর নিচে এইভাবে আগুন

 স্বদেশসময় টোয়েন্টিফোর ডটকম
রাজধানী ঢাকার কাম্রাঙ্গিরচর এলাকার কোম্পানীঘাট . ব্রিজ এর নিচে এইভাবে আগুন জ্রলে প্রায়ই । পথচারীদের ও এলাকাবাসীদের কোনো সমস্যা হয় না এ যেন নিত্যদিনের স্বাভাবিক ঘটনা । আরো যেন অপেক্ষা করছে এই আগুন কেনো ভয়াবহ আকার ধারন করছে না ? যে কোন সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে । গৃহস্থালী কাজের বর্জ্য ও ট্যানারীর বর্জ্য ফেলা , আবার এতে আগুন ধরিয়ে ছাই করা এই ভাবে বায়ু দুষন করছে আর আমরা সবাই নির্বিকার । পরিবেশ কিভাবে সচেতনতার সাথে দুষন হয় কম্পানিঘাট ব্রিজ তার একটি জ্বলন্ত উদাহরন ......।আগুন জ্বলছে আর জ্বলছে বায়ু ও পরিবেশকে ভয়াবহ ভাবে দুষন করে যাচ্ছে । এই আগুন ভয়াবহ রুপ ধারন করার আগেই কতৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি ।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: