মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৭

স্বদেশমৃত্তিকা বিদ্যানিকেতনের পাশে ইয়ুদ-সান

 স্বদেশসময়টোয়েন্টিফোর.কম

অধিকারবঞ্চিত, টোকাই, ছিন্নমূল শিশু কিংবা পথশিশু—যে নামেই ডাকা হোক না কেন, পথই ওদের বাড়িঘর, পথই ওদের ঠিকানা। শহরের বিভিন্ন রাস্তাঘাট, রেল স্টেশন, বাস স্টেশন, ফুটপাত কিংবা ওভারব্রিজের নিচে এদের জীবনযাপন। কেউ তাদের খোঁজ নেয় না। অধিকার আর বঞ্চনার অনিশ্চিত জীবনকে সঙ্গী করে বেড়ে ওঠে এই শিশুগুলো। তাদের এই অসহায়ত্ব আর কষ্ট আজ যেন বিবেকের কাঠগড়ায় বন্দি। অসহায় এই শিশুগুলোর মুখে এক দিনের জন্য হলেও হাসি ফোটাতে পেরেছেন ইয়ুথ_সান বন্ধুরা।
স্বদেশমৃত্তিকা বিদ্যানিকেতনের পথশিশুদের প্রতি সহমর্মিতা ও ভালোবাসার আলোকদ্যুতি নিয়ে ভিন্নধর্মী এই আয়োজন করেছিলেন ইয়ুথ_সান বন্ধুরা। ১৪ ফেব্রুয়ারী-২০১৭‘ বিশ্ব ভালোবাসা দিবসে পথশিশুদের সঙ্গে ভালোবাসা ও সহমর্মিতার ’সুন্দর পৃথিবির স্বপ্নে বিভোর’ শিরোনামে এই আয়োজন করেন তাঁরা। ইয়ুথ_সান এর সভাপতি মকিবুল হাসান বাপ্পি। পথশিশুদের মধ্যে খাতা,কলম ও কেক বিতরণ করা হয়।
 
ভিন্নধর্মী এই আয়োজন প্রসঙ্গে ইয়ুথ_সান এর সভাপতি মকিবুল হাসান বাপ্পি জানান, এই শিশুদের মুখের এক চিলতে হাসি আমাদের মনকে আন্দোলিত করে। অসহায় মানুষের জন্য নতুন কিছু করার এবং তাদের পাশে দাঁড়ানোর শক্তি জোগায়। কোমলমতি এই শিশুদের আনন্দ দেখে মনে হয়—এই তো জীবন।
পরিবেশ বাচাও আন্দলন(পবা) চেয়ারম্যান আবু নাসের খান বলেন, এমন সুন্দর আয়োজন যেন আরো চলতে থাকে এই কামনা করি। মানবিক মূল্যবোধ মনুষ্যত্বকে জাগ্রত করে, এটাই শিক্ষার আসল উদ্দেশ্য। দেশ ও সমাজের জন্য তাদের এমন আয়োজন আমাদের অনেকের বোধকে জাগ্রত করবে।
পরিবতন চাই; এর চেয়ারম্যান ফিদা হক বলেন সব সময় গরিব মানুষের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে তাদের শিক্ষিত করে নিরক্ষর মুক্ত বাংলাদেশ গড়তে সবার হাত বাড়িয়ে দেয়া উচিত।
স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার চেয়ারম্যান মোঃ আকবর হোসেন বলেন ছন্নমুল শিশুদের নিয়ে শিক্ষা কাযক্রম শুরু করার পর নানা সমস্যায় পরতে হয়েছে। আমাদের লক্ষ্য হচ্ছে কোন শিশুই যাতে শিক্ষার আলো থেকে বঞ্চিত হয়ে রাস্তায় পরে না থাকে।
অন্যান্যর মধ্য বাংলাদেশ বেতারের উপস্থাক সজিব দত্ত উপস্থিত ছিলেন।
আয়োজনটি সফলভাবে সম্পন্ন করতে সাধারণ সম্পাদক মোঃ সামীম রেজা সহ একঝাঁক নিবেদিত প্রাণ সদস্য উপস্থিত ছিলেন।
সংকীর্নতার উর্ধে এসে যারা এই পথ_তারাদের নিয়ে চিন্তা করছেন তাদের জন্য শুভকামনা

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: