রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৭

আবাসন নিউজকে সম্মাননা দিল ওয়াইএসএসই



  স্বদেশসময় টোয়েন্টিফোর ডটকম



              সম্পাদক ইবনুল সাঈদ রানার হাতে এ সম্মাননা তুলে দেন
দেশের রিয়্যাল এস্টেট বিষয়ক একমাত্র অনলাইন নিউজ পোর্টাল আবাসন নিউজ ২৪ ডটকমকে সম্মাননা দিয়েছে উদ্যোক্তা তৈরির কারিগর ইয়ুথ স্কুল ফর সোশ্যাল এন্টারপ্রিনার্স (ওয়াইএসএসই)।
শুক্রবার রাজধানীর রাজধানীর কৃষিবিদ ইনিস্টিটিউটে নেক্সট জেনারেশন কার্নিভালে আবাসন নিউজের সম্পাদক ইবনুল সাঈদ রানার হাতে এ সম্মাননা তুলে দেন ওয়াইএসএসই এর প্রতিষ্ঠাতা এবং সভাপতি শেখ মোহাম্মদ ইউসুফ হোসাইন। এ সময় আবাসন নিউজের সহ-সম্পাদক আয়েশা আরাফাত ইকরা ও স্টাফ রিপোর্টার আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।
পরবর্তী প্রজন্মের তরুণদের মেধাকে কাজে লাগাতে, নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করতে এবং সুযোগসুবিধা গুলোকে ঠিকমত ব্যবহার করার জন্যই কার্নিভাল আয়োজন করেছে ওয়াইএসএসই।  
কার্নিভালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (বিডব্লিউসিসিআই) সভাপতি সেলিমা আহমেদ। অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন- মাইক্রোসফটের ম্যানেজিং ডিরেক্টর সোনিয়া বশির কবির, বাংলাদেশ ফেডারেশন অব উইমেন ইন্টারপ্রিনার্সের (বিএফডব্লিউই) সহ সভাপতি রুবিনা হুসাঈন, ম্যাগ্নিটো ডিজিটালের প্রধান নির্বাহী রিয়াদ শাহীর আমেদ হোসাঈন, ম্যাক অ্যান্ড কোম্পানির ডিরেক্টর আশফাক জামান, আইএলও এর এন্টারপ্রাইজ উপদেষ্টা সাইয়েদ ফজলে নিয়াজ, ডন সামদানির প্রধান নির্বাহী জি সামদানি ডন, আইবিএম এর প্রাক্তন নির্বাহী নাভিদ মাহমুদ, টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক, ইয়ুথ অপুর্চুনিটির সহকারী প্রতিষ্ঠাতা ওসামা বিন নূর, চালডাল ডটকম এর প্রতিষ্ঠাতা পরিচালক জিয়া আশরাফ, ইটস হিউম্যানিটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মো. আদনান হোসাঈন, চ্যানেল ২৪ এর সিনিয়র নিউজ প্রেজেন্টার ফারাবি হাফিজ, ভিসা থিং এর প্রতিষ্ঠাতা ফেরদৌস মোক্তাকিন, বিডি ভেঞ্চার লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সাখাওয়াত হোসাঈন, ওয়ান ৯৭ কমিউনিকেশন লিমিটেডের কান্ট্রি ম্যানেজার শাহানা শারমিন, চিত্র নায়ক মনজ কুমার, কনটেন্ট প্রডিউসার এলেক্স মেকেঞ্জি, সোশ্যাল বিজনেস ইয়ুথ এল্যায়েন্সের প্রতিষ্ঠাতা সভাপতি সজীব এম খাইরুল ইসলাম, ঢাকা স্টুডিও অব ডিজাইনের প্রধান নির্বাহী নাজমুস আহমেদ আলবাব, ইস্টার্ন ব্যাংক লিমিটেডের রিলেশনশিপ ম্যানেজার ফাতেমাতুজ যোহরা, আবাসন নিউজের সম্পাদক ইবনুল সাঈদ রানা।
কার্নিভালের মিডিয়া পার্টনার ছিল- ডেইলি স্টার, রেডিও ধ্বনি, আবাসন নিউজ ২৪ ডটকম, বিডি মর্নিং।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: