শনিবার, ১ এপ্রিল, ২০১৭

কামরাঙ্গীরচরে বিনামূল্যে চিকিৎসা-ওষুধ পেয়ে খুশি দরিদ্র মানুষ



swadeshsomoy24.com

'শরীর দুর্বল, বল-শক্তি পাই না। বুক ধড়ফড় করে, চাপ মাইরা ধরে। গরিব মানুষ, ট্যাহা-পয়সার অভাবে চিকিসা করাবার পারি না। এহানে আইয়া বড় ডাক্তর দেহাইয়া শরীরডা ইকটু শান্তি লাগতাছে। ডাক্তরে দেকলো, ওষুদও পাইলাম।'
রাজধানীর অদূরে কামরাঙ্গীরচরের বাসিন্দা শিলা মনি বলেন কথা। তিনি শনিবার কামরাঙ্গীরচরের পশ্চিম রসুলপুরের পরিবেশ আন্দোলন মঞ্চের কার্যালয়ে অনুষ্ঠিত বিনা মূল্যে চিকিসা ক্যাম্প থেকে চিকিসা নেন।  শনিবার ওই কার্যালয়ে  দেশের প্রথিতযশা আবাসন ব্যবসায়ী প্রতিষ্ঠান দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের (এসইএল) দাতব্য প্রতিষ্ঠান এসইএল চ্যারিটেবল ফাউন্ডেশন দিনব্যাপী ক্যাম্পের আয়োজন করে। এতে বিভিন্ন রোগের প্রাথমিক চিকিসা, ব্যবস্থাপত্র, ওষুধ পরামর্শ দেওয়া হয়। হতদরিদ্র জনগোষ্ঠীর দুই শতাধিক নারী-পুরষ, শিশু-কিশোর চিকিসা নেয়।
নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন পরিচালিত 'শান্তিময় পৃথিবীর জন্য আমরা' শিরোনামে চিকিসা ক্যাম্পে চিকিসা দেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের একদল তরুণ চিকিসক। ক্যাম্পে সহায়তায় ছিল- এসইএল চ্যারিটেবল ফাউন্ডেশন, সাউথ এশিয়ান ইন্সটিটিউট ফর ডেভেলপমেন্ট (সেরিড), ইয়ুথ স্কুল ফর সোস্যাল এন্টারপ্রিনিওর (ওয়াইএসএসই), স্বপ্নের সিড়ি, পরিবেশ আন্দোলন মঞ্চ, অরোনদ্বয়ের তরুণ দল, এলআরবি, সম্মিলিত জলাধার রক্ষা আন্দোলন, ওয়াইসিবি, বাচঁতে শিখো নারী, স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা। সার্বিক সহযোগিতায় ছিল দি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেড আবাসন নিউজ২৪ ডটকম।
চিকিসা ক্যাম্প চলাকালীন এক আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। পরিবেশ আন্দোলন মঞ্চের সভাপতি আমির হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান আবাসন নিউজ ২৪ ডটকম এর সম্পাদক ইবনুল সাঈদ রানা, স্বপ্নের সিড়ি' নির্বাহী উম্মে সালমা, বিসিএইচআরডি' মাহাবুবুর রহমান, অরুনোদ্বয়ের তরুণ দলের শহিদুল ইসলাম বাবু, ইয়ুথ স্কুল ফর সোস্যাল এন্টারপ্রিনিওর (ওয়াইএসএসই) এর নির্বাহী শেখ মেহাম্মদ ইউসুফ হোসাইন, বাঁচতে শিখ নারী' ফিরোজা বেগম, সম্মিলিত জলাধার রক্ষা আন্দোলন এর সদস্য সচিব মশিউর রহমান রুবেল, ইয়ুথ ক্লাব অব বাংলাদেশ এর মাহফুজুর রহমান, নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর সমন্বয়কারী রুনা রহমান, আবাসন নিউজ এর সহ-সম্পাদক আয়শা আরাফাত ইকরা, এসইএল চ্যারিটেবল ফাউন্ডেশনের ফরিদুল ইসলাম, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ডা. শুকরানা মমতাজ, উত্তরা মেডিকেল কলেজের ডা. আমির ফয়সাল রিয়েল

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: