স্বদেশসময়২৪,কম
আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া আয়োজন করেছে বঙ্গবন্ধু পেশাজীবী লীগ। আজ শনিবার সকাল ১১টায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ কনফারেন্স রুমে ওই সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, জাতির জনকের অসম্পন্ন কাজ সম্পন্ন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্ব মানবতার মডেল হিসেবে বিশ্ব তাকে স্বীকৃতি দিয়েছে ‘মাদার অব হিউম্যানিটি, ডটার অব পিস’। তারা বলেন, বঙ্গবন্ধু এনে দিয়েছেন স্বাধীন বাংলাদেশ আর বিশ্বনেত্রী শেখ হাসিনা গড়ে তুলছেন আধুনিক ডিজিটাল বাংলাদেশ।
সভায় সভপতিত্ব করেন সংগঠনের সভাপতি কৃষিবিদ ড. আজাদ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. গোলাম মাওলা। এতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শিখা চক্রবর্তী, যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আশ্রাফুন নেছা পারুল প্রমুখ।
0 coment rios: