শনিবার, ৪ নভেম্বর, ২০১৭

ইবনুল সাঈদ রানাকে সম্মাননা দিল সমকাল সুহৃদ সমাবেশ

স্বদেশসময় টোয়েন্টিফোর ডটকম:

নিরাপদ ডেভলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ও এসইএল চ্যারিটেবল ফাউন্ডেশনের সমন্বয়ক ইবনুল সাঈদ রানাকে সম্মাননা দিয়েছে সমকাল সুহৃদ সমাবেশ। 
শুক্রবার ময়মনসিংহ গার্হস্থ্য অর্থনীতি কলেজ অডিটোরিয়ামে 'সত্য-সুন্দর আর শুদ্ধতার পথে আমাদের পথচলা' এই মন্ত্রকে হৃদয়ে ধারণ করে ময়মনসিংহ সুহৃদ সমাবেশ এর উদ্যোগে সাংগঠনিক দক্ষতা অর্জন ও লেখালেখি শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় এ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। সম্মাননা পাওয়া অন্যরা হলেন সুহৃদ সমাবেশের বিভাগীয় সম্পাদক সিরাজুল ইসলাম আবেদ ও লাবীব গ্রুপ, ঢাকা এর প্রোডাকশন ম্যানেজার মো. জহিরুল হক (হীরা)।
সমকালের ময়মনসিংহ ব্যুরোর মীর গোলাম মোস্তফার সভাপতিত্বে কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. শাহাবউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন এসইএল চ্যারিটেবল ফাউন্ডেশনের সমন্বয়ক ইবনুল সাঈদ রানা, লাবীব গ্রুপ, ঢাকা এর প্রোডাকশন ম্যানেজার মো. জহিরুল হক, অধ্যাপক স্বপন কুমার দাস, অধ্যক্ষ এখলাছ উদ্দিন খান, ময়মনসিংহ সুহৃদ সমাবেশের সভাপতি আবুল কালাম আজাদ। কর্মশালা পরিচালনা করেন সমকালের সহকারী সম্পাদক ও সুহৃদ সমাবেশের বিভাগীয় সম্পাদক সিরাজুল ইসলাম আবেদ।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৭৫ জন সুহৃদ সদস্য কর্মশালায় অংশগ্রহণ করেন। সমন্বয়কের দায়িত্বে ছিলেন সুহৃদ আরাফাত মির্জা, সাকির আহমেদ মহসিন, ইবনুল ইসলাম ভুঁইয়া, সাদ্দাম হোসেন, রিজভি আহমেদ রাসেল, মারজিয়া লিমা, ফারহানা হক অনু, ফারিহা জামান, লামিয়া খন্দকার, মাইশা আক্তার, জাকিয়া সুলতানা জেনি, অর্ণব দাস। সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রত্যেক সুহৃদ সদস্যকে সনদপত্র প্রদান করা হয়।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: