সোমবার, ৭ মে, ২০১৮

স্বদেশমৃত্তিকা বিদ্যানিকেতন এর ছাত্র/ছাত্রীদের একটি ল্যাপটপ উপহার দিয়েছেন Inner Wheel Club of Greater Dhaka



 স্বদেশসময়২৪ডটকমঃ Inner Wheel Club of Greater Dhaka ০৭.০৫.১৮ সোমবার বিকেলে স্বদেশমৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা অফিসে এসে ল্যাপটপ তুলে দেন Inner Wheel Club of Greater Dhaka ক্লাবের প্রেসিডেন্ট সাঈদা বেগম এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন Wheel Club of Greater Dhaka ক্লাবের সাধারন সম্পাদক, আতিকা খাতুন, সামসুন্নাহার মুক্তা ও  আফরোজা কবির।

এ সময় তারা স্বদেশমৃত্তিকা বিদ্যানিকেতন এর উন্নয়নে যে কোন ভাল কাজের সঙ্গী হওয়ার আশাবাদ ব্যাক্ত করেন
নতুন ল্যাপটপ হাতে পেয়ে স্বদেশমৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা চেয়ারম্যান মোঃ আকবর হোসেন জানান- বর্তমান আধুনিক যোগে ল্যাপটপ খুবই প্রয়োজনীয় অনুষঙ্গএটি পেয়ে আমি খুব খুশিএটি ব্যবহার করে এখন নতুন নতুন উদ্ভাবনের চেষ্টা করবো

স্বদেশমৃত্তিকা বিদ্যানিকেতনের শিক্ষকবৃন্দ এ মহানুভবতায় তাদের জন্য শুভ কামনা জানানএ ধরনের সামাজিক দায়বদ্ধতার জন্য ওই প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: