বুধবার, ২৩ নভেম্বর, ২০২২

স্বদেশ মৃত্তিকা চ্যারিটি অ্যাওয়ার্ড ২০২২ পেলেন বিশিষ্ট ব্যাবসায়ী হাফিজুল্লা হায়দার

স্বদেশ মৃত্তিকা চ্যারিটি অ্যাওয়ার্ড ২০২২ পেলেন বিশিষ্ট ব্যাবসায়ী হাফিজুল্লা হায়দার স্টাফ রিপোর্টার
বিশিষ্ট ব্যাবসায়ী ও স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার উপদেষ্টা হাফিজুল্লা হায়দার সমাজসেবায় বিশেষ অবদান রাখায় ‘স্বদেশ মৃত্তিকা চ্যারিটি অ্যাওয়াড -২০২২, এ ভূষিত হয়েছেন। স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঢাকার আগারগাঁওস্থ বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে তাকে এই সম্মাননা পদক প্রদান করেন। স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার চেয়ারম্যান আকবর হোসেন এর সভাপতিত্বে ও তানিয়া শেখ এর পরিচালনায় অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, হাফিজুল্লা হায়দার দীর্ঘদিন যাবত বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের মাধ্যমে ও ব্যক্তিগতভাবে আর্তমানবতার সেবায় নিয়োজিত রয়েছেন। তিনি বিভিন্ন সময় স্কুল, মসজিদ, মাদ্রাসা, শিশু ও গণশিক্ষা কেন্দ্র, পাঠাগার প্রভৃতি জনহিতকর প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় মূখ্য ভূমিকা পালন করে আসছেন। তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের গুরুত্বপূর্ণ পদে স্বীয় দায়িত্ব প্রশংসা ও দক্ষতার সাথে পালন করে আসছেন। তিনি বাংলাদেশ বেতারের একজন জনপ্রিয় সংগীত শিল্পী। তিনি উক্ত সম্মাননা পদকে ভূষিত হওয়ায় বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ তাকে অভিনন্দন জানিয়েছেন।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: