রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২

শেরপুরে বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি’র ৪২ তম ব্লাড ফ্রী গ্রুপিং ক্যাম্পেইন

রক্তদানের কার্যক্রমকে স্কুল শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে “বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি, শেরপুর জেলা শাখা” এর উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন ও রক্তদানে উদ্ভুদ্ধ করণ ১১ই ডিসেম্বর ২০২২ (রবিবার) শেরপুর জেলার শ্রীবরর্দী, এইচ আর মডেল স্কুল প্রাঙ্গণে সুষ্ঠ ভাবে অনুষ্ঠিত হয়। এইচ আর মডেল স্কুল প্রাঙ্গণে সকাল ১০ টায় ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষণ হাফিজুর রহমান ফারুক, এ সময় তিনি বলেন, বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি শেরপুর জেলা শাখার কতৃক আয়োজিত ফ্রি ব্লাড ক্যাম্পেইন এ সকলের প্রতি রইলো সালাম। রক্তদান একটি মহান কাজ। এই উদ্যোগ টি নেওয়ায় গ্রামের প্রতিটি মানুষ তাদের রক্তের গ্রুপ জানতে পারবে। আমি উক্ত সংগঠন এর পাশে আছি এবং সেই সাথে ধন্যবাদ জানায় উক্ত সংগঠন এর প্রতিষ্ঠাতা এবং পরিচালক মহোদয়কে। সেই সাথে আরো ধন্যবাদ জানাচ্ছি শেরপুর জেলা কমিটিকে। উল্লেখ্য, উক্তদিন মোট ৩২৯ জন স্কুল শিক্ষার্থীকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দেওয়া হয়েছে। সারাদেশব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনের অংশ হিসেবে শেরপুরে বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি এর ৪২ তম ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

1 টি মন্তব্য:

  1. মাশা-আল্লাহ আলহামদুলিল্লাহ ধন্যবাদ ভাইজান আপনাকে আমাদের সহযোগিতা করার জন্য

    উত্তরমুছুন