শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২

যুক্তরাজ্যের প্রযুক্তিগত সহায়তা চায় এফবিসিসিআই

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, ‘বাংলাদেশ প্রতিনিয়ত উন্নয়নের দিকে অগ্রসর হচ্ছে। ব্যবসায়ী এবং বিনিয়োগকারীদের জন্য সম্ভাবনাময় ক্ষেত্র তৈরি হচ্ছে। কিন্তু, এলডিসি থেকে গ্র্যাজুয়েশন এবং চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তি এবং সরবরাহ ব্যবস্থা খাতে অংশীদারত্বমূলক উদ্যোগ জরুরি। কৃষি, শিল্প ও সেবা খাতে প্রযুক্তিগত সহায়তাসহ যুক্তরাজ্যের বিনিয়োগ প্রয়োজন আমাদের।’ বুধবার (৭ ডিসেম্বর) লন্ডনে বাংলাদেশ-ইউকে বাণিজ্য ও বিনিয়োগ বৈঠকে এসব কথা বলেন তিনি। বাংলাদেশে জ্বালানি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, ওষুধ, প্লাস্টিক ও পেট্রো-কেমিক্যাল, ইঞ্জিনিয়ারিং, লজিস্টিক, মানবসম্পদ উন্নয়নসহ আর্থিক সেবা খাতে যুক্তরাজ্যের বিনিয়োগের সুযোগ আছে বলেও জানিয়েছেন এফবিসিসিআই’র সভাপতি। তিনি বলেছেন, ‘সরকার এবং ব্যবসায়ীদের অংশীদারত্বমূলক পদক্ষেপের মাধ্যমে উভয় দেশের বাণিজ্য ও বিনিয়োগের সম্পর্ক আরও জোরদার হবে।’ বৈঠকে এফবিসিসিআই সভাপতি জানান, আগামী বছরের মার্চে বাংলাদেশ বিজনেস সামিট আয়োজন করতে যাচ্ছে এফবিসিসিআই। এতে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা এবং বিনিয়োগ সম্ভাবনা উপস্থাপন করা হবে। এই সম্মেলনে অংশ নেওয়ার জন্য যুক্তরাজ্য সরকার এবং ব্যবসায়ীদের আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: