সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২

টেলিভিশন ক্যাটাগরির প্রথম বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড জিতে নিলো স্যামসাং ১৬ বছরের আন্তর্জাতিক শ্রেষ্ঠত্ব দেশীয় গৌরব অর্জন করেছে!!

[ঢাকা, ২৬ ডিসেম্বর, ২০২২] সর্বাধুনিক প্রযুক্তি ও উদ্ভাবন সমৃদ্ধ টেলিভিশন তৈরি করার মাধ্যমে অনেকদিন আগেই ক্রেতাদের হৃদয়ে স্থান করে নিয়েছে স্যামসাং। এবার সেই অর্জনে যুক্ত হলো সফলতার আরেকটি পালক। সম্প্রতি, বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ) আয়োজিত ক্রেতাদের নিয়ে পরিচালিত এক জরিপের ফলাফলের ওপর ভিত্তি করে ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ জিতে নিয়েছে স্যামসাং। রাজধানী ঢাকায় অবস্থিত লা মেরিডিয়ানে নিয়েলসেন আইকিউয়ের সহযোগিতায় বিবিএফ আয়োজিত ১৪তম বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে স্যামসাংকে এই পুরস্কার প্রদান করা হয়। সম্ভবত অন্য যেকোনো মাধ্যমের চেয়ে বেশি, টেলিভিশন তার সূচনা থেকেই মানুষের হৃদয় দখল করেছে। টেলিভিশনের জনপ্রিয়তা সময়ের সাথে সাথে বেড়েছে, দর্শকরা খবর, টিভি শো, সিনেমা এবং আরও অনেক কিছু দেখার জন্য টিউন ইন করে। টিভি থেকে দ্রুত পরিবর্তনের প্রয়োজনীয়তা মাথায় রেখে, স্যামসাং তার গ্রাহকদের বাছাই করার জন্য একটি বিসতৃত পরিসরের টিভি অফার করে। স্যামসাং টিভি লাইন আপে Neo QLED 8K টিভি, QLED টিভি, Crystal UHD 4K টিভি এবং ফুল এইচডি টিভি রয়েছে। ব্যবহারকারীদের পছন্দ এবং টিভি দেখার দূরত্ব বিবেচনা করে, স্যামসাং বিভিন্ন আকারের টিভি অফার করে, যেমন ৮৫ ইঞ্চি, ৭৫ ইঞ্চি, ৬৫ ইঞ্চি, ৫৫ ইঞ্চি, ৫০ ইঞ্চি, ৪৩ ইঞ্চি ইত্যাদি। টিভি শিল্পে স্যামসাং-এর নেতৃত্ব সর্বদা উদ্ভাবনের মাধ্যমে আসে। সাম্প্রতিক সংযোজন হল একটি বিশাল ৮৫" (কিউএনবি৯০০বি) Neo QLED 8K টিভি যাতে কোয়ান্টাম ম্যাট্রিক্স টেকনোলজি প্রো, নিউরাল কোয়ান্টাম প্রসেসর 8K এবং ইনফিনিটি স্ক্রিন রয়েছে৷ গত ১৬ বছর যাবৎ, ক্রেতাদের পছন্দকে অগ্রাধিকার দিয়ে টেলিভিশন তৈরির মাধ্যমে এই শিল্পকে এগিয়ে নিয়ে যাচ্ছে স্যামসাং। বিশেষ করে, স্যামসাংয়ের উদ্ভাবন-নির্ভর প্রবৃদ্ধি প্রয়োজনীয় বিভিন্ন ক্যাটাগরিতে নিয়ে আসছে যুগান্তকারী নতুন সব প্রযুক্তি, যা নিমিষেই পৌঁছে যাচ্ছে ক্রেতাদের দোরগোড়ায়। ক্রেতাদের জন্য দুর্দান্ত সেবা ও যুগান্তকারী উদ্ভাবনী প্রযুক্তির জন্য গত ১ দশকেরও বেশি সময় ধরে ‘বিশ্বের ১ নাম্বার টিভি’ হিসেবে সুনাম ধরে রাখতে সক্ষম হয়েছে

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: