শনিবার, ৪ মার্চ, ২০২৩

সীতাকুণ্ডে নিহত ৬ অক্সিজেন প্লান্টে বিস্ফোরণে,

চট্টগ্রামের সীতাকুণ্ডে কদমরসুল (কেশবপুর) এলাকায় সীমা রি-রোলিং মিলের অক্সিজেন প্লান্টে বিস্ফোরণ ঘটেছে। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত ছয় জন নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্তে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসক। উদ্ধারকাজে বিভিন্ন বাহিনীর সদস্যরা অংশ নিয়েছেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে কমিটির প্রধান করা হয়েছে। কমিটিকে সাত দিনের মধ্যে তদন্ত রিপোর্ট দিতে বলা হয়েছে। শনিবার (৪ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে সানাইছড়ি ইউনিয়নের কদমরসুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও বিভিন্ন হাসপাতালে নেওয়া হচ্ছে। রাত ৮টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এই বিষয়ে সীতাকুণ্ড উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল আলম বলেন, বিকেল ৪টা ৪০ মিনিটে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। তিনি বলেন, এই ঘটনায় এখন পর্যন্ত ছয় জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে দগ্ধ ১৭ জনকে ভর্তি করা হয়েছে। এখনও উদ্ধারকাজ চলছে। উদ্ধারকাজে অংশ নিয়েছেন সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, র‍্যাব, শিল্প ও থানা পুলিশের সদস্যরা। চট্টগ্রাম আগ্রাবাদ বিভাগীয় ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল হামিদ মিয়া বলেন, সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এরপর সেখানে আগুন ধরেছে। আগুন নিয়ন্ত্রণে আগ্রাবাদ, সীতাকুণ্ড ও কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের আটটি ইউনিট কাজ করছে। তবে আগুন কীভাবে লেগেছে, তা এখনও জানা যায়নি। সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা মো. ফজলে রাব্বি বিস্ফোরণের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সীতাকুণ্ডে সানাইছড়ির কদমরসুল এলাকায় সীমা অক্সিজেন প্লান্ট নামের একটি প্রতিষ্ঠানে বিস্ফোরণের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গেছে। বিস্তারিত জানতে পারিনি।’ তিনি প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ ও হতাহতের খবর নিশ্চিত হতে পারেননি।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: