স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতন, কামারাঙ্গীচর স্কুল শাখায় দরিদ্র ও অসহায় ছাত্র-ছাত্রীদের পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
[ঢাকা, ২২ মার্চ ২০২৩] পবিত্র মাহে রমজান উপলক্ষে আজ ২২ মার্চ ২০২৩ বিকাল ৫ ঘতিকায়। স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতন, কামারাঙ্গীচর স্কুল শাখায় দরিদ্র ও অসহায় ছাত্র-ছাত্রীদের পরিবারের মাঝে - মা ও শিশু সংস্হার বাস্তবায়নে ও নিরাপদ চিকিৎসা চাই (নিচিচা) এর আয়োজনে প্রায় শতাধিক পরিবারের জন্য ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এই মহতি অনুষ্ঠানে উপস্হিত ছিলেন মা ও শিশু সংস্থার প্রতিনিধি ও নিচিচার মহাসচিব উম্মে সালমা, স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা চেয়ারম্যান মো: আকবর হোসেন, মহাসচিব তানিয়া শেখ, স্বদেশ মৃত্তিকার অন্যতম উপদেষ্টা ও নিচিচার সিনিয়র ভাইস চেয়ারম্যান এম.এ.এইচ. শিপলুসহ ব্রাকের এনজিওর কমকতা এবং স্কুলের শিক্ষক শাহনাজ পারভীন।
ইফতার উপহার পেয়ে খুব খুশি তারা বলেন আমাগো লাইগা অনেক কিছু করতাছে। আমাদের বাচ্চাদের লেখা-পড়া শিখাইতাছে আবার রোজা শুরুর আগেই ইফতারের জিনিস পাইলাম।’
বুধবার, ২২ মার্চ, ২০২৩
Author: Swadeshsomoy24.com
Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.
0 coment rios: