স্বদেশসময়২৪.কম:
"হাতটা বাড়িয়ে দেই আরেকটা হাতকে ধরার জন্য"
প্রবীণ বান্ধব বাংলাদেশ চাই এর আহবানে হয়ে গেলো রাঙ্গামাটি চন্দ্র ঘোনা খৃস্টীয়ান হাসপাতালে চিকিৎসক স্টাফ এবং নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের নিয়ে আমাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা।
প্রধান অতিথি হিসাবে ছিলেন প্রবীণ বান্ধব বাংলাদেশ চাই এর আহবায়ক বিশিষ্ট কথা সাহিত্যিক মিতালি হোসেন। চন্দ্র ঘোনা খৃস্টীয়ান হাসপাতালে ডিরেক্টর ডা: প্রবীর খিয়াং এর সভাপতিত্বে এবং ডা: বিলিয়াম এর সঞ্চালনায় অনুষ্ঠানে লেডিস সার্কেল বাংলাদেশ পার্ট এর সমন্বয়ক মৌটুসী খোন্দকার এর "প্রবীণদের জন্য আমাদের করণীয় বিষয়ে " প্রবন্ধ উপস্থাপন এর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে আলোচক হিসাবে ছিলেন বিশিষ্ট সমাজকর্মী মেহেরুননেসা গার্লস স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ বর্ণালী হোসেন, দৈনিক মানবজমিন এর বার্তাচীফ সাংবাদিক কাজল ঘোষ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা র নির্বাহী সদস্য ইবনুল সাঈদ রানা। অন্যান্য বিশিষ্ট জনের মাঝে উপস্থিত ছিলেন লেডিস সার্কেলের নির্বাহী সদস্য সুস্মিতা, প্রবীণ বান্ধব বাংলাদেশ চাই এর সদস্য কে এম ওবায়দুর রহমান, সুপারভাইজার মেট্রন নমিতা মিত্র, নার্সিং ট্রেইনিং ইন্সটিটিউট এর শতাধিক শিক্ষার্থী এবং হাসপাতালে কর্মকর্তা কর্মচারী বৃন্দ। সভায় প্রবীণ বান্ধব আলোচনায় বাংলাদেশের কুষ্ট রোগীদের রোগ সনাক্ত এবং পরবর্তী জীবনে তাদের দুর্বিসহ জীবনযাপন সংকট মোকাবেলায় প্রবীণ বান্ধব বাংলাদেশ চাই এর একটি অন্য রকম উল্লেখযোগ্য করণীয় হতে পারে আলোচনা হয়। আগামী দিনে চন্দ্র ঘোনা খৃস্টীয়ান হাসপাতালে এর সাথে প্রবীণ বান্ধব বাংলাদেশ চাই যৌথভাবে প্রবীণ যত্নে সরকারের পাশাপাশি বেসরকারি ভাবে সচেতনতা, জনমত তৈরী, আইন নীতিমালা বাস্তবায়নের কাজ করবে বলে আশা ব্যক্ত করা হয়।
0 coment rios: