ভট্টশালী প্রদর্শনী গ্যালারিতে বাংলাদেশের প্রবীণ ও নবীন শিল্পীদের আঁকা বঙ্গবন্ধু ও
মুক্তিযুদ্ধ বিষয়ক ৭৪টি শিল্পকর্ম নিয়ে “বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ” বিষয়ক শিল্পকর্ম
প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করে। অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের
অতিরিক্ত সচিব ও বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক জনাব মোঃ কামরুজ্জামান
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধন করেন।
সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের সচিব জনাব গাজী মোঃ ওয়ালি-উল-হক। অনুষ্ঠানটি
সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের সমকালীন শিল্পকলা ও বিশ্বসভ্যতা বিভাগের
কীপার (রুটিন দায়িত্ব) জনাব শক্তি পদ হালদার।
সুদীর্ঘকালের চর্চায় বাংলাদেশের শিল্পকলা নানা বৈচিত্র্যময় ধারায় সমৃদ্ধি লাভ করেছে।
সৃজনশীল ধারার সমকালীন শিল্পকর্মের সংগ্রহ, সংরক্ষণ, প্রদর্শন ও গবেষণা সমকালীন
শিল্পকলা ও বিশ্বসভ্যতা বিভাগের অন্যতম কাজ। আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের
খ্যাতিমান চারুশিল্পী শিল্পাচার্য জয়নুল আবেদিন, পটুয়া কামরুল হাসান, এস.এম. সুলতান ও
ভাস্কর নভেরা আহমেদসহ দেশবরেণ্য প্রবীণ ও নবীন শিল্পীদের শিল্পসম্ভারে এ বিভাগের
সংগ্রহভাণ্ডার সমৃদ্ধ। সমকালীন দেশিয় শিল্পকর্মের পাশাপাশি জগৎ বিখ্যাত চিত্রশিল্পীদের
মূল্যবান চিত্রকর্মের অনুকৃতিসহ বিশ্বসভ্যতার মূল নিদর্শন এ বিভাগের সংগ্রহে রয়েছে। এ
বিভাগে ৩০ জুন ২০২৩ পর্যন্ত মোট সংগ্রহভুক্ত নিদর্শনের সংখ্যা ৫,২০৫টি। স্বাধীনতার
মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ একসূত্রে গাঁথা।
বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে দেশের সর্বস্তরের জনসাধারণ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পরেছে এবং
শত্রুর মোকাবিলা করে দেশকে স্বাধীন করেছে। কেউ সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে
এবং কেউবা পরোক্ষভাবে মুক্তিযোদ্ধাদের শক্তি, সাহস ও মনোবল জুগিয়েছে। তেমনি শিল্পী
সমাজও সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ ও পরোক্ষভাবে মুক্তিযোদ্ধাসহ সমগ্র দেশবাসীকে
মুক্তিযুদ্ধের শিল্পকর্মের মাধ্যমে উদ্বুদ্ধ করেছেন। শিল্পীরা জাতির পিতা ও মহান
মুক্তিযুদ্ধকে বিষয় হিসেবে নিয়ে ক্যানভাসে ও ভাস্কর্যে তাঁদের ভাবকল্পনার বিকাশ ঘটিয়েছে
নানা মাত্রায়। সমকালীন শিল্পকলা ও বিশ্বসভ্যতা বিভাগের সংগ্রহের মধ্য থেকে ১৪ জন
শিল্পীর ‘বঙ্গবন্ধু’ বিষয়ক ২০টি শিল্পকর্ম ও ৩৩ জন শিল্পীর ‘মুক্তিযুদ্ধ' বিষয়ক ৫৪টি
শিল্পকর্মসহ মোট ৭৪টি শিল্পকর্ম নিয়ে এ প্রদর্শনীটি সাজানো হয়েছে। শিল্পকর্মগুলো
সৃষ্টিতে রয়েছে বিষয় ও উপস্থাপনার বৈচিত্র্য এবং দেশপ্রেমের এক অমর উপাখ্যান ।
প্রদর্শনটি ১৭ জুন ২০২৩ থেকে ২৬ জুন ২০২৩ পর্যন্ত শনিবার থেকে বুধবার সকাল ১০.৩০
মিনিট থেকে বিকাল ৪.৩০ মিনিট এবং শুক্রবার বিকাল ৩ টা থেকে সন্ধ্যা ৬.৩০ মিনিট পর্যন্ত
দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে। বৃহস্পতিবার ও সরকারি ছুটির দিন প্রদর্শনী বন্ধ থাকবে।
সম্মানিত দর্শক ও নতুন প্রজন্ম প্রদর্শনীটি দেখে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে হৃদয়ে ধারণ
করলেই প্রদর্শনীটি সফল ও সার্থক হবে।
0 coment rios: