শুক্রবার, ৭ জুলাই, ২০২৩

যাত্রা শুরু করলো স্টুডেন্টস এ্যাসোসিয়েশন অব মধ্যনগর (পুসাম)

স্বদেশ সময়২৪.কম, প্রতিনিধি:

মঙ্গলবার (৪ জুলাই) সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত উপজেলার মধ্যনগর বি.পি উচ্চ বিদ্যালয় ও কলেজ কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে ”শিক্ষা ঐক্য শৃঙ্খলা প্ৰগতি হাওরের ফুটন্ত শতদল হোক আঁধারের বাতিঘরের প্রভাতের জয়ভেরি” এই শ্লোগান বুকে ধারন করে “পাবলিক ইউনির্ভাসিটি স্টুডেন্টস এ্যাসোসিয়েশন অব মধ্যনগর ”(পুসাম) সংগঠনটির যাত্রা শুরু হয়েছে । 

জানা যায়, সভায় উপস্থিত সবার মতামতের ভিত্তিতে  সংগঠনটির ৬১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

 একইসঙ্গে প্রথম বারের মতো নতুন সংগঠনটির শুভ উদ্ভোদন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা এর নির্বাহী সদস্য এবং নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর চেয়ারম্যান জনাব ইবনুল সাঈদ রানা, 

বিশেষ অতিথি হিসেবে উস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি হেল্থ ফাউন্ডেশন এর নির্বাহী জনাব আবু সাঈদ সোহেল।

নবগঠিত মধ্যনগর উপজেলার “পাবলিক ইউনির্ভাসিটি স্টুডেন্টস এ্যাসোসিয়েশন অব মধ্যনগর ” (পুসাম) এর পূর্ণাঙ্গ কমিটির সভাপতি ওহাবলীম ( শাবিপ্রবি), সাধারণ সম্পাদক আজিজুল হক (চবি)।

কমিটিতে সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আনিকা আক্তার (শাবিপ্রবি) সহ-সভাপতি : আব্দুল আজিজ মাহবুব এনামী (চবি) সহ-সভাপতি : আব্দুল কাইয়ূম তুহিন (শেকৃবি) সহ-সভাপতি : শিবান্দ হাজং শিবা (শাবিপ্রবি) 

 সাধারণ সম্পাদক : আজিজুল হক (চবি) সহ সাধারণ সম্পাদক: রনি সরকার (চবি) যুগ্ম-সাধারণ সম্পাদক : সুকন্ঠ সরকার (চবি) উপ- যুগ্ম সাধারণ সম্পাদক : দীপ দে (শাবিপ্রবি) উপ- যুগ্ম সাধারণ সম্পাদক: মহিবুর আলম সৈকত (ঢাবি) সাংগঠনিক সম্পাদক : আতিক আহমেদ ফয়সাল (চুয়েট) উপ সাংগঠনিক সম্পাদক: শাইলা আক্তার লুবনা (ঢাবি) কোষাধ্যক্ষ : আকিব হোসাইন (শেখ হাসিনা মেডিকেল কলেজ, হবিগঞ্জ ) উপ- কোষাধ্যক্ষ; কুবরা আক্তার (শাবিপ্রবি) দপ্তর সম্পাদক : মোক্তাদির লিটন (ডুয়েট) উপ দপ্তর সম্পাদক : তোষার আহমেদ জাবের (ঢাবি) প্রচার সম্পাদক জিয়াউর রহমান (চুয়েট) উপ প্রচার সম্পাদক : হুময়ারা তাবাসসুম (জাবি)।

শিক্ষা বিষয়ক সম্পাদক : আল মামুন (জাবি) উপ- শিক্ষা বিষয়ক সম্পাদক : সজীব আহমেদ তাসিন ( শাবিপ্রবি) সাহিত্য বিষয়ক সম্পাদক : নিলয় সরকার ( জাককানইবি) পাঠাগার বিষয়ক সম্পাদক : তানজিনা মিষ্টি (ঢাবি) গ্রন্থণা ও প্রকাশনা সম্পাদক : দীপ্ত তালুকদার (রাবি) ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক : তোফাজ্জল (সিভাসু) ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক : পিয়াস হাসান অলি (কুবি) স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক : সাদিকুর রহমান (এম.এ. জি. ওসমানী মেডিকেল কলেজ, সিলেট) স্কুল ও ছাত্রী বিষয়ক সম্পাদিকা: জাকিয়া আক্তার (শাবিপ্রবি) স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক : সায়েম ( নোবিপ্রবি) তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক : পিয়াস তালুকদার ( শেহাবি) সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক : খাদিজা আক্তার (ঢাবি) হাওর উন্নয়ন বিষয়ক সম্পাদক : প্রিয়া হাজং (জাবি) পরিবেশ বিষয়ক সম্পাদক : বর্ষা তালুকদার ( জাককানইবি) কৃষি বিষয়ক সম্পাদক : নাইমা আক্তার (নোবিপ্রবি) বিজ্ঞান বিষয়ক সম্পাদক : সোহাগ তালুকদার (চুয়েট) ব্যবসা বিষয়ক সম্পাদক : বাপ্পী তালুকদার (চবি) মানবিক ও নৈতিকতা বিষয়ক সম্পাদক : ঝলক সরকার (জবি) আপ্যায়ন বিষয়ক সম্পাদক : আশামণি (বাকৃবি) আইন বিষয়ক সম্পাদক : অয়ন মিয়া (ঢাবি) সাংবাদিকতা বিষয়ক সম্পাদক: মেহেদী হাসান রাব্বী (চবি) ধর্ম বিষয়ক সম্পাদক : রূপক সরকার( রাবি গ্রাফিক্স ডিজাইন বিষয়ক সম্পাদক : অক্ষয় কুমার হাজং (ঢাবি)।

 সম্পাদক... ১. জয় সাব্বির (চবি) ২. জয়ন্ত মন্ডল (শাবিপ্রবি) ৩. আসমা আক্তার রানী (শাবিপ্রবি) সদস্যবৃন্দ: ১. শামীমা আক্তার (শাবিপ্রবি) ২. মিসবাউল হক (চবি) ৩. আদনান এহসান অর্ণব (রাবি) ৪. এনায়েত কবির (শেকৃবি) গ্রাম:সাড়ারকোনা গ্রাম- করুয়াজান ১৫.সেবক সরকার ১৭. রাজা তালুকদার ৫. জাহিদুল ইসলাম (বশেমুরবিপ্রবি) ৬.হরিপ্রিয়া সেন (জাককানইবি) ৭.তন্ময় অনিক তালুকদার (রাবি) ৮.শাম্মী আক্তার (শেহাবি) ৯. লুপা তালুকদার (শাবিপ্রবি) ১০. আব্দুল হালিম গ্রাম- মধ্যনগর ১১ নবীহোসেন মজুমদার ১২.প্রবেশ সরকার গ্রাম- রামদীগা ১৩.জুটন তালুকদার ১৪.প্রান্ত সরকার গ্রাম: জমশেরপুর গ্রাম: সানোয়া ১৬. সজিব মিয়া গ্রাম: চামরদানী গ্রাম- হাত পাটন।

প্রধান অতিথি  ইবনুল সাঈদ রানা, বলেন, ‘এটি একটি অরাজনৈতিক সংগঠন, এ সংগঠন এলাকার মানুষকে সহযোগিতা করা, অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসা।  বিভিন্ন দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো ইতিহাস, ঐতিহ্য ও মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ করে আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে কাজ করবে বলে আমি আশাকরি।




শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: