রবিবার, ১ অক্টোবর, ২০২৩

বিশ্ব প্রবীণ দিবস 2023 : প্রবীণ বরণ, শিশু নৃত্য, উপহার বিতরণ এবং বর্ণাঢ্য র‍্যালী

বিশ্ব প্রবীণ দিবস আজ। প্রতিবছর ১ অক্টোবর বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে দিবসটি। সারা বিশ্বের মতো বাংলাদেশেও আজ পালিত হচ্ছে দিবসটি। প্রবীণ দিবসের এবারের প্রতিপাদ্য হলো ‘সর্বজনীন মানবাধিকার ঘোষণায় প্রবীণদের জন্যে প্রদত্ত প্রতিশ্রুতি পূরণে প্রজন্মের ভূমিকা।’

 প্রতিবারের মতো এ বছরও   প্রবীণ বান্ধব বাংলাদেশ চাই , NDF্‌ স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা , প্রবীণ বন্ধু RD RC,ও ACED যৌথভাবে দিবসটি উদযাপন করে।

দিবসটি উপলক্ষে রবিবার (১লা অক্টোবর ) বিকাল ৪.০০ টায় আগারগাঁও নির্বাচন কমিশন অফিসের সামনে, ঢাকা, প্রবীণ বরণ, শিশু নৃত্য, উপহার বিতরণ এবং বর্ণাঢ্য  র‍্যালির আয়োজন করা হয়।

 এসময় উপস্থিত ছিলেন  প্রবীণ বান্ধব বাংলাদেশ চাই সভাপতি  মিতালি হোসেন, শিক্ষাবিদ বর্ণালী হোসেন,  নিরাপদ ডেভেলেপম্যান ফাউন্ডেশন চেয়ারম্যান  ইবনুল সাঈদ রানা, প্রবীণ বন্ধুর সভাপতি ডা. মহসিন কবির লিমন, স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার চেয়ারম্যান মোঃ আকবর হোসেন,  স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার মহাসচিব তানিয়া শেখ, RD RC চেয়ারম্যন এজাজ আহমেদ, নিরাপদ খাদ্য অধিকার মঞ্চের ভাইস চেয়ারম্যান শাহবাল আহমেদ জনি, নিরাপদ খাদ্য অধিকার মঞ্চের যুগ্ম মহাসচিব তৌহিদা আক্তারসহ বিভিন্ন সামাজিক সংগঠন,সাংবাদিক, প্রবীণ, এলাকার গন্যমাণ্য ব্যাক্তিবর্গ,

বিশেষ আয়োজনে ছিলো স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতনের ছাত্র-ছাত্রী ও শিক্ষকবৃন্দ অংশগ্রহন।

 

 



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: