স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতনের ছাত্র-ছাত্রীদের মাঝে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো শুরু হয়েছে। এক এক করে স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতনের ৩ টি শাখায় ট্যাবলেট খাওয়ানো হবে বলে জানান স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক তানিয়া শেখ।
আজ বুধবার (১১অক্টোবর ২০২৩) সকাল ১১টায় স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতনের ঢাকার আগারগাঁও শাখায় এ কার্যক্রমের উদ্বোধন করেন স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার চেয়ারম্যান মোঃ আকবর হোসেন।
এই সময় এক আলোচনায় প্রদান শিক্ষক তানিয়া শেখ বলেন, কৃমিনাশক ট্যাবলেট সেবনের মাধ্যমে শিশুদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের বিকাশ ঘটবে। অপুষ্টির হাত থেকে রক্ষা পাবে। শিক্ষার্থীদের পাঠে মনোযোগ বৃদ্ধি পাবে। গড়ে উঠবে মেধাবী জাতি।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতনের সিনিয়র সহকারী শিক্ষক রাশিদা আক্তার, সোহাগী আক্তার ও চাদনী আক্তার।
0 coment rios: