সোমবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে এ কম্পন অনুভূত হয় বলে গুগলের আর্থকোয়াক অ্যালার্ট সিস্টেমের তথ্য থেকে প্রথম জানা যায়।
বাংলাদেশ, ভারত ছাড়াও নেপাল, ভূটান এবং চীনেও অনুভূত হয়েছে এর কম্পন।
তবে ইউএসজিএস জানায়, ভূমিকম্পটি ৫.৪ মাত্রার। আসামের গোয়ালপাড়া থেকে ২৪ কিলোমিটার দক্ষিণে ছিল এর উৎপত্তিস্থল। উৎপত্তিস্থলে ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার।
গত ১৭ সেপ্টেম্বর সর্বশেষ ভূমিকম্পে কেঁপে ওঠে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকা। রিখটার স্কেলে ওই কম্পনের মাত্রা ছিল ৪ দশমিক ২। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল টাঙ্গাইলে।
এর আগে, গত ১৪ আগস্ট রাত নয়টার দিকে রাজধানীসহ সারাদেশে রিখটার স্কেলে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।
0 coment rios: