শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩

স্বদেশমৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতনে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

  ১৬ ডিসেম্বর, ২০২৩ স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় ঢাকা ও নরসিংদী উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। 

শনিবার দিবসটি উপলক্ষে সকালে স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতনের বিভিন্ন শাখায় চিত্রাংকন প্রতিযোগিতা,পুরস্কার বিতরণী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। 

এরপর স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতনের মাঠে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা ও স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতনের চেয়ারম্যান মোঃ আকবর হোসেন।

 প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার উপদেষ্ঠা, সমাজ সেবক ও লেখক সৈয়দ তারিক-উজ-জামান।

 বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহাবাল আহমেদ জনি, জাহাংগীর আলম, রাশিদা আক্তার ও সোহাগী সিন্ধিয়া।

সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা মহাসচিব ও স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক তানিয়া শেখ।

মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে।



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

1 টি মন্তব্য: