রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩

ঢাকা সাংবাদিক পরিবার সমবায় সমিতির নির্বাচনে আসলাম ইকবাল পরিচালক নির্বাচিত

স্বদেশ সময় ডট কমঃ মোস্তাফিজ মিন্টু: 
 ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতি’র নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২৬ শে নভেম্বর জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। এই প্রথম সাংবাদিক পরিবারের সমবায় সমিতিতে বিনোদন সাংবাদিক, সাংস্কৃতিককর্মী ও অভিনেতা আসলাম ইকবাল নির্বাচনে পরিচালক পদে বই মার্কা প্রতীকে প্রতিদ্বন্ধিতা করে বিজয় অর্জন করেছেন। তিনি একাধিক পত্রিকা ও অনলাইন পোর্টালে বিনোদন সাংবাদিকতায় যুক্ত আছেন। আসলাম বাংলাদেশের আলো পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার, আমার বার্তার চলচ্চিত্র প্রতিবেদক, চিত্রজগত এর চিফ রিপোর্টার, ও ত্রৈমাসিক ‘প্রবীন বার্তা’র নির্বাহী সম্পাদক হিসাবে কর্মরত আছেন। তিনি চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাচ) এর সদস্য, ঢাকা কালচারাল রিপোর্টার্স ইউনিটির ভাইস প্রেসিডেন্ট, অভিনয় শিল্পী সংঘ ও গ্রুপ থিয়েটার ‘নাট্যচক্রের’ সদস্য। তিনি ‘প্রবীন ও কর্মাহত সাংবাদিক কল্যাণ পরিষদের’ সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ঢাকা সাংবাদিক পরিবার-এর সমবায় সমিতির নির্বাচনে তার সাফল্য অর্জনে সাংবাদিক ইউনিয়ন ডিইউজের সদস্য, প্রেস ক্লাব, ঢাকা-সাব এডিটরস কাউন্সিল, ডিআরইউ, ক্র্যাব, বাচসাচ ও প্রবীণ’ সংগঠনের ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এই সমিতির কার্যক্রম সমবায় অধিদপ্তরের আইন অনুযায়ী পরিচালিত হয়। নির্বাচনে ইত্তেফাকের মোঃ আল মামুন সভাপতি নির্বাচিত হয় ও সম্পাদক পদে বাংলাদেশের আলো পত্রিকার সম্পাদক মফিজুর রহমান খান বাবু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন সাংবাদিক নেতা মঞ্জুরুল আহসান বুলবুল ও সদস্য ছিলেন কল্যাণ সাহা, সুমন ইসলাম ও আজাদ কবীর। সবার প্রতি রইল শুভ কামনা।

 ছবিঃ গৌতম।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: